X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চার হাজার ঘনফুট পাহাড় কাটায় ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুলাই ২০২০, ১১:১২আপডেট : ১৫ জুলাই ২০২০, ১১:১২

পাহাড় কাটা (ফাইল ছবি) পাহাড় কাটার অপরাধে চট্টগ্রাম নগরীতে একজনকে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (১৪ জুলাই) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এই আদেশ দিয়েছেন।

নূরুল্লাহ নূরী বাংলা ট্রিবিউনকে বলেন, নুরুল আজিমের নির্দেশে আনুমানিক ৪ হাজার ঘনফুট পাহাড় কাটা হয়। ১২ জুলাই অভিযান চালিয়ে এর সত্যতা পায় পরিবেশ অধিদফতরের টিম। পরে এ ঘটনায় নুরুল আজিমকে শুনানিতে অংশ নিতে নির্দেশ প্রদান করা হয়।  শুনানিতে পাহাড় কাটার ক্ষতিপূরণ বাবদ ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে হবে। এছাড়া পাহাড়ের কাটা অংশ আগের অবস্থায় ফেরত আনা এবং সেখানে পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া কোনও ধরনের স্থাপনা নির্মাণের কাজ শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নুরুল আজিম চট্টগ্রাম নগরীর লালখান বাজার হাইলেভেল রোডের বাসিন্দা।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই নগরীর দামপাড়া এলাকায় ম্যানোলা পাহাড়ে অভিযান চালায় পরিবেশ অধিদফতরের টিম। এ সময় নুরুল আজিমের কর্মচারী জহির উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। পরে এ ঘটনায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসি। ওই সময় তিনি মূল অভিযুক্ত নুরুল আজিমকে পরিবেশ অধিদফতরের শুনানিতে হাজিরের সমন জারি করেন।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা