X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ব্রেক ফেল করে যাত্রীসহ ডোবায় নেমে গেলো মিনিবাস

সুনামগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ১৬:২৭আপডেট : ২১ জুলাই ২০২০, ১৬:২৮

ডোবায় পড়ে যাওয়া মিনিবাস সুনামগঞ্জের উজানীগাও নীলপুর এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়কের যাত্রীবাহী একটি মিনিবাস ব্রেক ফেল করে ডোবায় পড়ে গেছে। এই ঘটনায় ছয় জন আহত হয়েছেন। ঘটনাস্থল তল্লাশি করে কোনও লাশ বা আহত কাউকে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। ডু্বে যাওয়া বাস থেকে বের হয়ে চালক পালিয়ে গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় সিলেটের কুমারগাঁও বাস টামির্নাল থেকে তাছমিয়া এন্ড তাহবির পরিবহনের একটি মিনিবাস ১৭ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয়।  পথে পাগলা বাজার ও দিরাই রাস্তা এলাকায় ১০ জন যাত্রী নেমে যান। পরে বাসটি সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের উজানীগাও এলাকায় পৌছাঁলে ব্রেক ফেল করে সড়কের পাশে একটি ডোবায় পড়ে যায়। এসময় যাত্রীরা এলাকাবাসীর সহযোগিতায় বাসের জানালা দিয়ে বের হয়ে আসেন। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডোবায় পড়ে যাওয়া মিনিবাস

এদিকে বাস দুর্ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা  দমকলের তিনটি ইউনিট ও সাত জন ডুবুরি দুই ঘণ্টা অভিযান চালান। বাসের ভেতরে, বাইরে ও ডোবায় কোনও লাশ বা আহত কারও সন্ধান পাননি তারা। দুই ঘণ্টা পরে অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচলক সফিকুল ইসলাম ভুইয়া বলেন, নিমজ্জিত বাসটি উদ্ধার করা হয়েছে। বাসের ভেতরে-বাইরে এবং ডোবায় অভিযান চালিয়ে কোনও লাশ পাওয়া যায়নি।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যেতে পারে। আমরা পরবর্তীতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেবো।

অতিরিক্ত গতির কারণে  এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ