X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু, স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ০৯:২৩আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৯:২৩

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেনের অভাবে মোশারফ হোসেন (৬২) নামে এক রোগী মারা গেছেন। এ ঘটনায় রোগীর স্বজন এবং এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছে। রবিবার (৩০ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ রোগীর স্বজনদের বরাত দিয়ে জানায়, রবিবার রাতে মিঠাপুকুর উপজেলার রশিদপুর গ্রামের মোশারফ হোসেনকে অসুস্থ অবস্থায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের হাসপাতালে কোনও অক্সিজেন নেই। পরে রোগীর স্বজনরা উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিক থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে নিয়ে আসে। কিন্তু অক্সিজেন দেওয়ার কোনও টেকনেশিয়ান বা ডাক্তার না থাকায় রাত সোয়া ১১টার দিকে রাগীটি বিনা চিকিৎসায় মারা যায়।

মোশারফ হোসেনের ছেলে রোকনুজ্জামানের অভিযোগ, একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন নেই। শুধু তাই নয় অক্সিজেন লাগানোরও কোনও টেকনিশিয়ান নেই। এজন্য তার বাবা বিনা চিকিৎসায় মারা গেলেন। তিনি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে মিঠাপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে হাসপাতালের টিএইচও ডা. আব্দুল হাকিম বলেন, ‘আমরা রোগীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেই। কিন্তু তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা নিতেই তিনি মারা যান।’ কেন অক্সিজেন লাগানো হয়নি– তার কোনও সদুত্তোর তিনি দিতে পারেননি।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।’

এ ব্যাপারে রংপুরের সিভিল সার্জেন ডা. হিরম্ব কুমার বলেন, হাসপাতালে অক্সিজেন ছিল কেন দেওয়া হয়নি তিনি খতিয়ে দেখবেন।

মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, হাসপাতালের টিএইচও দুর্নীতিবাজ। জুনে করোনার জন্য ৫০/৬০ লাখ টাকা বরাদ্দ এসেছিল। তিনি মালামাল না নিয়েই আগাম বিল দিয়েছেন। বিষয়টি উপজেলা পরিষদের সভায় আলোচনা করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল