X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভোমরা দিয়ে ৪ ট্রাকে এসেছে আরও ৯৬ টন পেঁয়াজ

সাতক্ষীরা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৪

ভোমরা দিয়ে আসা ভারতীয় পেঁয়াজের ট্রাক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) ৫টি ট্রাকে করে দেশে ঢুকেছে ৯৬ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ। এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) ৫টি ট্রাকে ১০৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়। তবে, এসব পেঁয়াজের বেশিরভাগই নষ্ট বলে দাবি আমদানিকারকদের।এতে তারা আর্থিকভাবে  ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করছেন। 

ভোমরা কাস্টমস সহকারী কমিশনারের কার্যালয়ের তথ্যানুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) ৪টি ট্রাকে করে দেশে ঢুকেছে ৯৬ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ। আর বাংলাদেশ থেকে ৩৪টি ট্রাকে করে বিভিন্ন মালামাল রফতানি হয়েছে। এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) ৫টি ট্রাকে করে দেশে ঢুকেছে ১০৮ মেট্রিক টন এবং শনিবার (১৯ সেপ্টেম্বর) ৩১টি ট্রাকে ৯৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়।

এছাড়া গত মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে ১ লাখ ৯৫৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। মার্চে ১৮ হাজার ২১২ মেট্রিক টন, জুলাইয়ে ৩৮ হাজার ৩৩৮ মেট্রিক টন, আগস্টে ২৬ হাজার ৪৪৩ মেট্রিক টন এবং ১৩ সেপ্টেম্বরের পর্যন্ত ১৭ হাজার ৯৬৩ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। মাঝে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এপ্রিল, মে ও জুনে আমদানি কার্যক্রম বন্ধ ছিল।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, আজ ৫টি ট্রাকে করে দেশে ঢুকেছে ৯৬ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ। গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত পেঁয়াজের ট্রাকের কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল এমন ৪০টি পেঁয়াজের ট্রাক গত তিন দিনে ভোমরা বন্দরে প্রবেশ করেছে। তবে, ভারতে ঘোজাডাঙ্গায় প্রায় এক সপ্তাহ যাবত আটকে থাকায় এসব পেঁয়াজের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।

তিনি আরও জানান, আরও ৭ থেকে ৮ ট্রাক পেঁয়াজ ছাড় করানো রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে ভোমরা বন্দরে প্রবেশ করবে। এছাড়া, এখনও দুই শতাধিক পেঁয়াজবাহী ট্রাক ভারতে আটকে রয়েছে। এরমধ্যে কিছু পেঁয়াজ ফিরে যাচ্ছে আর কিছু পেঁয়াজ সেখানে আনলোড করে স্থানীয়ভাবে বিক্রি করে ফেলছে ব্যবসায়ীরা। তবে, ভারতের সীমান্তের পারে অপেক্ষমাণ এসব ট্রাকভর্তি পেঁয়াজ রফতানির জন্য প্রস্তুত থাকলেও তা প্রবেশের অনুমতি দিচ্ছে না দেশটির সরকার।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, সোমবার বিকাল ৫টা পর্যন্ত মোট ৪ ট্রাক পেয়াঁজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এর আগে গত দুই দিনে এ বন্দর দিয়ে আরও ৩৬ ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। এ নিয়ে, গত তিন দিনে ৪০টি ট্রাকে প্রায় এক হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে বলে তিনি আরও জানান।

/টিএন/
সম্পর্কিত
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!