X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কাজ ছেড়ে যেতে বাধা দেওয়ায় বন্ধুকে খুন!

গাজীপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২০, ০৯:০৪আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০৯:০৪

আটক নুর জামাল



গাজীপুরে কাজ ছেড়ে চলে যেতে বাধা দেওয়ায় বন্ধু মাঈন উদ্দিনকে (১৮) খুন করে নুর জামাল মাতুব্বর (২১)। ঘটনার ৬ মাস পর নুরকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার গভীর রাতে বরগুনার বেতাগী থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকছুদের রহমান।  

নুর জামাল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বড়পাল্লা আব্দুল্লাহবাদ এলাকার মজিবর মাতুব্বরের ছেলে।
এসপি মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গত ২১ জানুয়ারি গাজীপুরের ইস্পাহানি ফুড লি. কোম্পানির নব নির্মিত ফ্যাক্টরি বিল্ডিং-৩ এর নিচ তলার কক্ষ থেকে নির্মাণ শ্রমিকের মাঈন উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। মাঈন ও নুর কারখানা ভবনের নিচ তলায় থাকতো। ঘটনার আগের দিন নির্মাণাধীন ভবনের একটি সেড তৈরি করতে ভুল করায় নুরের সঙ্গে খারাপ ব্যবহার করেন ঠিকাদার সফিক। এতে ক্ষুব্ধ হয়ে কাজ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। ২১ জানুয়ারি রাত ১১টার দিকে চলে যাওয়ার সময় নুরকে বাধা দেয় তার বন্ধু মাঈন। এতে দু’জনের মাঝে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হয়। ঘুষি মেরে মাঈনকে রুমে থাকা লোহার অ্যাঙ্গেলের ওপর ফেলে দেয় নুর। এতে তার গলা কেটে যায়। এসময় মাঈন চিৎকার শুরু করলে মুখ ও গলা চেপে তাকে শ্বাসরোধে হত্যা করে নুর। পরে মাঈনের দু’টি মোবাইল সেট নিয়ে দেয়াল টপকে পালিয়ে যায় সে। একটি সেট ভাঙা থাকায় ফেলে দেয় নুর।

খুনের এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার প্রায় ৬ মাস পর খুনের নুরকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাঈনের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আদালতে হাজির করা হলে সে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া