X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্বপদে বহাল হলেন হাবিপ্রবির রেজিস্ট্রার

দিনাজপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ২৩:১৬আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২৩:২১

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)র স্বপদে বহাল হয়েছেন সদ্য বিদায়ী রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের শিক্ষক।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে নিযুক্ত অর্থনীতি বিভাগের প্রফেসর মোহাম্মদ রাজিব হাসান স্বীয় বিভাগের মূল দায়িত্ব শিক্ষকতা ও গবেষণায় মনোনিবেশের জন্য তার ওপর অর্পিত রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি প্রার্থনা করেছেন। তার স্থলে প্রফেসর ফজলুল হককে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার পদে নিযুক্ত করা হলো।

এর আগে গত ৬ অক্টোবর তারিখে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমের প্রতি অনাস্থা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টরসহ প্রশাসনিক পদে দায়িত্ব পালনকারী ১৭ জন শিক্ষক লিখিতভাবে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রশাসনিক কর্মকর্তাদের কর্মবিরতি ঘোষণার পরেই ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিযুক্ত প্রফেসর ডা. ফজলুল হক, (মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্ট্রেটিক্স বিভাগ)কে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে অর্থনীতি বিভাগের প্রফেসর মোহাম্মদ রাজিব হাসানকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পযন্ত রেজিস্ট্রাররের দায়িত্বে নিযুক্ত করা হলো।

এ ঘটনায় রেজিস্ট্রার পদে নিয়োগপ্রাপ্ত প্রফেসর রাজিব হাসানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিরোধী পরিবারের সন্তান হওয়ার অভিযোগ আনে ছাত্রলীগ। মঙ্গলবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রফেসর রাজিব হাসানের পদত্যাগ ও সেই সাথে সাবেক রেজিস্ট্রার ফজলুল হককে স্বপদে বহালের দাবি জানান।

অব্যাহতি প্রদানের বিষয়ে প্রফেসর রাজিব হাসান বলেন, উপাচার্যের অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছিলাম। যেহেতু প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা শিক্ষকরা কর্মবিরতিতে গিয়েছিলেন। পরবর্তীতে উপাচার্যের সাথে ওই শিক্ষকদের ফলপ্রসু আলোচনা হওয়ায় তাদের সম্মানার্থে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। তবে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আনীত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, আমার বাবা রাজাকার ছিলেন না, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। রেজিস্ট্রারের দায়িত্ব নেওয়ার পর আমার বাবার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

জানতে চাইলে প্রফেসর ফজলুল হক বলেন, নতুনভাবে রেজিস্ট্রার পদে দায়িত্ব গ্রহণের চিঠি হাতে পেয়েছি। আশা করছি, আগামী রবিবার যোগদান করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ‍ উপাচার্য প্রফেসর ড মু. আবুল কাসেম বলেন, যে ধরনের অভিযোগের ভিত্তিতে শিক্ষকরা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন তা ভিত্তিহীন। এটা এক ধরনের ভুল বোঝাবুঝি থেকে তারা করেছিল। গত রবিবার তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। পুনরায় রেজিস্ট্রার প্রফেসর ফজলুল হককে বৃহস্পতিবার থেকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে প্রফেসর রাজিব হাসানের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা