X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার সপক্ষ অটোপাসকে ভালো চোখে দেখে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ১৮:৩৩আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৮:৩৩

 




সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, করোনার সময়ে আমাদের বাচ্চাদের বা যাদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাদেরকে যে অটোপাশ দেওয়া হয়েছে এক সময় প্রমাণিত হবে এই সিদ্ধান্ত কতখানি বিচক্ষণতাপূর্ণ ছিল। আমি বিশ্বাস করি বিএনপির যারা এই ধরণের কথা বলছেন তারা তাদের ভুল বুঝতে পারবে।

সোমবার (২৬ অক্টোবর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মাহবুব উল আলম হানিফ বলেন, স্বাধীনতার পর বাহাত্তর সালে অটোপাশ নিয়ে যারা কথা বলেন, তারা  মুক্তিযুদ্ধে অংশ নেননি। সেই সময় স্বাধীনতার পক্ষে যাদের অবস্থান ছিল না, তারা যুদ্ধ চলাকালীন সময়ে পরীক্ষায় অংশ নিয়ে পাকিস্তানের আনুগত্য প্রকাশ করেছিল। তারা বাহাত্তরের অটোপাশকে খুব ভালো চোখে দেখে না। স্বাধীনতা যেমন তাদের কাছে আনন্দের বা গ্রহণযোগ্য ছিল না। ওই পাশটাও তাদের কাছে সেভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয় নাই।
সাম্প্রতিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মত প্রকাশের সুযোগ আছে বলেই উনি (ফখরুল) সরকারের বিরুদ্ধে এই সমস্ত অপ্রাসঙ্গিক, অযোক্তিক এবং অসত্য কথাগুলো বলে যাচ্ছেন। এর চেয়ে আর কি সুযোগ চাইতে পারেন।
তিনি আরও বলেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার, সরকারের প্রধান হন প্রধানমন্ত্রী। তার অধীনে মন্ত্রিপরিষদ কাজ করেন। সেই হিসেবে প্রধানমন্ত্রী একজনই হন। নির্বাহী প্রধান হিসেবে সরকারের প্রধানমন্ত্রী অনেক বিষয়ে সিদ্ধান্ত দেন বা সকল মন্ত্রাণালয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে মতামত দিয়ে থাকেন। এটাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা।

হানিফ বলেন, বিএনপির সমস্যা হলো তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সামরিক ব্যক্তি ছিলেন। অবৈধভাবে ক্ষমতা দখল করে সরকার গঠন করেছিলেন। সেই সময়ে তিনি ক্যান্টনমেন্টে বসে যেভাবে এককভাবে দেশ পরিচালনা করেছেন, দলও পরিচালনা করেছেন এককভাবে। তারা এই এককভাবে দল পরিচালনা, দেশ পরিচালনা দেখে অভ্যস্ত। তারা এখন স্বপ্নে বা জেগে শুধু ওই স্বপ্নটাই দেখতে থাকেন।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম