X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ অক্টোবর ২০২০, ১০:৪৪আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১০:৪৪

চট্টগ্রাম নিখোঁজের দুই দিন পর পরিত্যক্ত ডোবা থেকে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর হালিশহর আবাসিক এলাকার ‘এ’ ব্লকের বাসস্ট্যান্ডের কাছে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সিনহা এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশুটির নাম মো. মেহেরাজ ইসলাম আরিয়ান (৬)। এর আগে গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরিয়ান কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। ওই দিন রাতেই আরিয়ানের মা মারজান বেগম নগরীর পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আরিয়ান ঢাকার নাখালপাড়ার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। গত দুই মাস ধরে সাইফুল তার পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকায় শ্বশুর বাড়িতে আছেন।

সঞ্জয় সিনহা বাংলা ট্রিবিউনকে বলেন, “দুপুরে হালিশহর ‘এ’ ব্লকে দারুল ফোরকান মাদ্রাসার পাশে নির্মাণাধীন ভবনের পানি ও কচুরিপানা জমে থাকা একটি ডোবায় এক শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এরপর খবর পেয়ে অরিয়ানের মা-বাবা এসে এটি তাদের সন্তানের মরদেহ বলে শনাক্ত করেন।”

তিনি আরও বলেন, ‘কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে এটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। মরদেহ পচে ফুলে যাওয়ায় তার শরীরে কোনও ধরনের আঘাত আছে কি না সেটা বোঝা যাচ্ছে না। তার মৃত্যুর রহস্য উম্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া