X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিলেট-আখাউড়া রেল সেকশনে সিডিউল বিপর্যয়: দুর্ভোগে ট্রেনযাত্রীরা

শ্রীমঙ্গল প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৬, ১৪:২৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৪:২৮

সিলেট বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের সিলেট-আখাউড়া ও চট্রগ্রাম  মেইল ও আন্তঃনগর ট্রেনের সিডিউল বিপর্যয়ে ট্রেনযাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। গত ১২ জানুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্র ও শিক্ষকদের তাণ্ডবে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১২ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকায় এ বিপর্যয় ঘটে বলে রেল বিভাগ জানিয়েছে। এর পর থেকেই ঢাকা-সিলেট ও চট্টগ্রাম লাইনে চলাচলকারী বেশিরভাগ ট্রেন ৬ থেকে ১২ ঘন্টা দেরিতে চলাচল করছে। রেল বিভাগ জানিয়েছে, আরও দু-তিনদিন এ অবস্থা চলতে পারে।
ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে এসব রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে সিলেট-শ্রীমঙ্গল থেকে জরুরি প্রয়োজনে ঢাকা ও চট্টগ্রামে যাতায়াতকারী অনেক যাত্রী তাদের প্রয়োজনীয় কাজে যথাসময়ে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে ঝামেলায় পড়ছেন।  
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মঙ্গলবার বিকেলে ছেড়ে আসা ৭৭৩ আপ আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল আসার কথা ওই রাত ৮ টা ১০মিনিটে। অথচ ট্রেনখানি কুলাউড়ায় শ্রীমঙ্গলে আসে বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটে।
একইভাবে ৭৩৯ আপ উপবন ট্রেন ঢাকা থেকে ভোর ৫টার পরিবর্তে সকাল ৭টা ৫ মিনিটে এবং চট্টগ্রামে থেকে ৭২৩ আপ উদয়ন ট্রেন ৫টা ২৮ মিনিটে শ্রীমঙ্গলে পৌঁছায়।
অপরদিকে সিলেট থেকে ৭৪০ ডাউন উপবন রাত ১১টা১৫ মিনিটের পরিবর্তে রাত ৩ টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে  ছেড়ে যায়।  একইভাবে বুধবার দুপুর পর্যন্ত অনেক লোকাল ও মেইল ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে এসে পৌঁছেনি ।

শ্রীমঙ্গল স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পর প্রায় একদিন ট্রেন চলাচল বন্ধ থাকে।  যে কারণে ট্রেনের এই সিডিউল বিপর্যয় ঘটেছে । তবে  দুই তিনদিনের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়