behind the news
 
Vision  ad on bangla Tribune

ময়মনসিংহে ট্রাকচাপায় জাবি ছাত্র নিহত

ময়মনসিংহ প্রতিনিধি২০:৫০, জানুয়ারি ২৬, ২০১৬

হাসপাতাল থেকে নবজাতক মৃত ভাগ্নেকে নিয়ে ফেরার পথে ট্রাক চাপায় ইয়াকুব আলী আবির (২৫) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকার ভরাডুবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মারুফ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত আবির জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। তার বাড়ি গফরগাঁও উপজেলার লক্ষনপুর গ্রামে।
আহতরা হলেন, ত্রিশাল উপজেলার মাগুরজোড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোজাম্মেল হক (২৬) ও চট্রগ্রামের ইন্তাজ আলী (২৪)।

ভালুকার ভরাডুবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মারুফ রহমান জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত ভূমিষ্ঠ ভাগিনার লাশ অ্যাম্বুলেন্স যোগে নিজ বাড়ি গফরগাঁওয়ে যাচ্ছিল। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় পৌঁছলে  পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এয়াকুব আলী মারা যান। আহত হন মোজাম্মেল ও ইন্তাজ। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভালুকার নিশিন্দা এলাকা থেকে ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

/আরএ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ