X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

বিএম কলেজ ছাত্রলীগের কর্মকাণ্ড সাময়িক স্থগিত

বরিশাল প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১৩

বিএম কলেজ

বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্রলীগের সব ধরনের কর্মকাণ্ড সাময়িক স্থগিত করা হয়েছে। মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে বিএম কলেজ ছাত্রলীগের কর্ম পরিষদের ক্রীড়া সম্পাদক ছাত্রলীগ কর্মী মুন্নার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার বিএম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এজন্য মহানগর ছাত্রলীগের এক বৈঠকে সিদ্ধান্ত হয় বিএম কলেজ ছাত্রলীগের সার্বিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে, কুপিয়ে জখম করার ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগ এনে বুধবার রাতে ৮ জনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন ফয়সাল আহমেদ মুন্না।

মামলায়, সুনীল বাড়ৈ, ছাত্রলীগ কর্মী নিয়াজ মোরশেদ সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগ ও কর্ম পরিষদের সাহিত্য সম্পাদক নূর সাইদিসহ মোট আট জনের নাম উল্লেখ করা হয়েছে।

কোতয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক সুনীলকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

কলেজের অধ্যক্ষ ইমানুল হাকিম জানান, মুন্নার ওপর হামলার ঘটনা তদন্তের জন্য অধ্যাপক ম্যাথিউ সরোজ বিশ্বাসের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কলেজে শান্তি-শৃঙ্খলা-শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অধ্যাপক শাহ সাজেদার নেতৃত্বে আরেকটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ দুই কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট