Vision  ad on bangla Tribune

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ দোকান ভস্মীভূত

সিরাজগঞ্জ প্রতিনিধি২০:৪২, ফেব্রুয়ারি ২৪, ২০১৬

সিরাজগঞ্জের নিমগাছি বাজারে অগ্নিকাণ্ডসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি দোকান ভস্মীভূত হয়েছে।
বুধবার ভোরে নিমগাছি বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ইনচার্জ সোহেল রানা জানান, বুধবার ভোরে একটি মুদির দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়গঞ্জ এবং নিমগাছি থেকে ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে কাপড়, ইলেকট্রিক ও মুদিরসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় মোট ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই বাজারের ব্যবসায়ীরা।
/জেবি/এসএনএইচ

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ