behind the news
Vision  ad on bangla Tribune

মির্জাপুরে বাস চাপায় কলেজ ছাত্র নিহত

টাঙ্গাইল প্রতিনিধি২২:৩৭, ফেব্রুয়ারি ২৭, ২০১৬

টাঙ্গাইলটাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী রুহুল আমিন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এছাড়া নিহতের ফুফাতো ভাই সুমন আহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সুমনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রুহুল আমিন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুল আমীন ও সুমন মোটরসাইকেলে করে মির্জাপুর বাইপাস এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমীনকে মৃত ঘোষণা করেন।
ঘাতক বাসটি পুলিশ আটক করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন।
এ বিষয়ে মির্জাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অজয় দে বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া একটি মামলার দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান এসআই অজয় দে।
/এসএনএইচ

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ