X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

৪ মাস পর ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো ভারত

সাতক্ষীরা প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ১৫:৫৩আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৫:৫৩

৪ মাস পর ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো ভারত ভারতে চার মাস কারাভোগের পর ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার দুপুরে কৈখালী সংলগ্ন সীমান্ত নদী কালিন্দির ‘জিরো পয়েন্ট’ এলাকা দিয়ে বিএসএফ’র মাধ্যমে এসব জেলেকে হস্তান্তর করা হয়। ভারতীয় পুলিশ বাহিনীর শমসেরনগর থানার সদস্যরা বাংলাদেশের শ্যামনগর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
মঙ্গলবার সকাল দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে বিজিবি ও বিএসএফ’র উপস্থিতিতে  অনুপ্রবেশকারী জেলেদের স্বদেশে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। শমসেরনগর থানার এসআই আবু হাসান ও শ্যামনগর থানার এসআই আমিনুর রহমান বিনিময় প্রক্রিয়ায় অংশ নেন।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর মো. আব্দুল্লাহ আল মামুন, কৈখালী বিওপির কোম্পানি কমান্ডার জসিম উদ্দীন ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সহকারী কমান্ডার সুরেন্দ্র কুমার, কোম্পানি কমান্ডার গিরিশ চন্দ্রসহ উভয় দেশের সীমান্তরক্ষী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফিরে আসা জেলেরা সবাই বন্দর নগরী চট্টগ্রাম, পটুয়াখালী ও কক্সবাজার এলাকার। এসময় তাদের সঙ্গে থাকা ২টি ইঞ্জিনচালিত ট্রলারও ফিরিয়ে দেয় বিএসএফ সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, ২০১৫ সালের নভেম্বরের ৮ তারিখে এসব জেলে বঙ্গপোসাগর এলাকায় মাছ শিকারের সময় অনুপ্রবেশের কারণে ভারতীয় কোস্টগার্ড সদস্যদের হাতে আটক হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে ভারতের আলীপুর সেন্ট্রাল জেলে তিন মাসেরও বেশি সময় কারাভোগের পর বিএসএফ’র মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ফিরে আসা জেলে কক্সবাজার এলাকার আব্দুস সালাম, মো. নয়নসহ অন্যরা জানায়, সরকারি অনুমতি নিয়ে তারা ২০১৫ সালের নভেম্বরের শুরুতে বঙ্গপোসাগরের মংলা নদী এলাকায় মাছ ধরতে যায়। ৮ নভেম্বর সকালে তারা ঘন কুয়াসার কারণে পথ ভুলে ভারতীয় অংশে প্রবেশের পর ভারতীয় কোস্টগার্ড তাদেরকে আটক করে। শুরুতে তারা ফ্রেজারনগর কারাগারে থাকার পর সর্বশেষ তিন মাস আলীপুর সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ