X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
কুমিল্লায় দুই শিশু হত্যায় আদালতে সৎ ভাইয়ের জবানবন্দি

‘আইসক্রিম কিনতে একজনকে দোকানে পাঠিয়ে আরেকজনকে হত্যা করেছি’

কুমিল্লা প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ২০:৪৬আপডেট : ০১ মার্চ ২০১৬, ২০:৪৬

দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি আল সফিউল ইসলাম ছোটন ‘বাবা ও সৎ মা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক আত্মীয়ের বাসায় যান। এই সুযোগে দুই সৎ ভাইকে একা পেয়ে হত্যার পরিকল্পনা করি। দুপুরে চকলেট ও আইসক্রিম কেনার জন্য জয়কে (৯) দোকানে পঠিয়ে প্রথমে মনিকে (৬) বালিশ চাপা দিয়ে হত্যা করি। পরে জয় বাসায় ফিরলে তাকেও বিছানায় ঘুমানোর কথা বলে একই কায়দায় হত্যা করি। পরে বাসার বাইরে থেকে তালা লাগিয়ে ঢাকায় চলে যাই।’ এভাবেই দুই সৎ ভাইকে হত্যার ঘটনা বর্ণনা করেন আল সফিউল ইসলাম ছোটন।  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া এলাকায় দুই শিশু জয় ও মনিকে হত্যার মামলায় প্রধান আসামি তিনি।  কুমিল্লার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে মঙ্গলবার গিয়ে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃত ছোটন কুমিল্লার ৯ নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হক জানান, ছোটন একাই দুই সৎ ভাইকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে ওই জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে ছোটন জানান, ‘রেখা আক্তার আমাদের বাসায় ভাড়া থাকতেন। তাকে আমরা (ছোটন) বোন বলে ডাকতাম, কিন্তু পরিবারের কাউকে না জানিয়ে তিনি আমার বাবাকে বিয়ে করেন।’

ছোটন জানান, বাবার ওই নতুন সংসারেই জয় (৯) ও মনির (৬) নামে দুই শিশুর জন্ম হয়। এরপর থেকেই তার বাবা এবং সৎ মা তাদের প্রতি বিরূপ আচরণ শুরু করেন। তার লেখাপড়ার খরচ কমিয়ে দেন। তার ছোট বোনকে বিভিন্নভাবে নির্যাতন করেন। সর্বশেষ জানতে পারেন তাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। এ কারণে ছোট দুই সৎ ভাইকে হত্যা করেন তিনি।

উল্লেখ্য, পারিবারিক বিরোধের জের ধরে গত শনিবার বিকালে মুদি ব্যবসায়ী আবুল কালামের প্রথম স্ত্রী রোকেয়া বেগমের ছেলে ঢাকার ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র আল সফিউল ইসলাম ছোটন তার সৎ ভাই স্থানীয় হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুলের ১ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান জয় ও একই স্কুলের নার্সারি শ্রেণির ছাত্র মেজবাউল হক মনিকে হত্যা করে।

এদিকে, পুলিশের একটি টিম মোবাইল ট্র্যাকিং করে সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মালিবাগ টুইন টাওয়ারের সামনে থেকে ছোটনকে গ্রেফতার করে মঙ্গলবার কুমিল্লায় নিয়ে আসেন।

/এফএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা