X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
চাঁদপুরে ভুল প্রশ্নপত্রে দাখিল পরীক্ষা

ফল বিপর্যয়ের আশঙ্কায় তিন শতাধিক পরীক্ষার্থী

চাঁদপুর প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ২১:২৬আপডেট : ০১ মার্চ ২০১৬, ২১:৩৫

দাখিল পরীক্ষা। ফাইল ছবি চাঁদপুরে দাখিল পরীক্ষায় বাংলা বিষয়ে তিন শতাধিক পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে ভুল প্রশ্নপত্রে। তাড়াহুড়ো করতে গিয়ে এমন ভুল হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। তবে চাঁদপুর মাদ্রাসা কেন্দ্র-১-এর দায়িত্বশীলদের এমন ভুলে ফল বিপর্যয়ের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
চাঁদপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় দাখিল বাংলা বিষয়ের বহুনির্বাচনী অভীক্ষা বা এমসিকিউ। এতে নিয়মিত ৩০৬ জন পরীক্ষার্থীর মাঝে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরীক্ষার্থীরা এমসিকিউ-এর ওএমআর শিটে নিয়মিত শিক্ষার্থী হিসেবে বৃত্ত ভরাট করে। কিন্তু ওই শিট নিয়মিত পরীক্ষার্থী হিসেবে মূল্যায়ন করা হলে প্রত্যেক পরীক্ষার্থীরই ফলাফল বিপর্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পরই শিক্ষার্থীরা জানতে পারেন তারা ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে এসেছেন। ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে চাঁদপুর সদরের গাছতলা এলাকার মাদ্রাসাতুল ইসয়াতুল উলুম দাখিল মাদ্রাসায় রয়েছেন ৪১ জন। বাকি ২৬৫ জন আশপাশের আরও ছয়টি মাদ্রাসার পরীক্ষার্থী।
পরীক্ষার্থী নাজমুল হাসান বলেন, আমরা সবাই নিয়মিত পরীক্ষার্থী ছিলাম। কিন্তু বাংলা প্রথমপত্র পরীক্ষার দিন বহু নির্বাচনী প্রশ্নের পরিবর্তে অনিয়মিত পরীক্ষার্থী অর্থাৎ ২০১৩-১৪ সেশনের প্রশ্ন সরবরাহ করা হয়। আর ওই প্রশ্নপত্রেই আমরা পরীক্ষা দেই। এতে করে আমরা সবাই অকৃতকার্য হওয়ার আশঙ্কা করছি।

আরেক পরীক্ষার্থী ইমাম হাসান বলেন, পরীক্ষা দিয়ে আসার পর দেখেছি আমাদের প্রশ্নটি গত বছরের। যে কারণে আমাদের সকলের পরীক্ষা খারাপ হয়েছে। এ অবস্থায় বোর্ডের কাছে আকুল আবেদন, যেন  আমাদের পূর্ণ নাম্বার দেওয়া হয়। পাশাপাশি শিক্ষামন্ত্রীর কাছেও এ আবেদন করছি। তা না হলে আমাদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে।

মাদ্রাসাতুল ইসয়াতুল উলুম দাখিল মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, সন্তানদের পরীক্ষার ফলাফল নিয়ে আমরা উদ্বিগ্ন। আমার ছেলে নিয়মিত ছাত্র, কিন্তু প্রশ্ন পেয়েছে অনিয়মিত পরীক্ষার্থীর। এ জন্য সে ভাল পরীক্ষা দিতে পারেনি। বাসায় আসার পর দেখলাম এটি পুরনো সিলেবাসের প্রশ্ন। এ কারণে সে সম্পূর্ণ উত্তর দিতে পারেনি। এ অবস্থায় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টরা গুরুত্ব দিয়ে এ শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে ভাববেন বলে আশা করছি।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বশীলদের গাফিলতিকে দায়ী করছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষকরা।

এ বিষয়ে চাঁদপুর মাদ্রাসাতুল ইসয়াতুল উলুম দাখিল মাদ্রাসার প্রভাষক মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পুরনো প্রশ্ন পত্র দেওয়ায় তারা সঠিকভাবে উত্তর দিতে পারেনি। এজন্য আমরা শঙ্কিত।

এদিকে, ভুল প্রশ্নপত্র সরবরাহের বিষয়ে জানতে আহমাদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র (চাঁদপুর মাদ্রাসা কেন্দ্র-১) এর সচিব মো. মোস্তাফিজুর রহমানের প্রতিষ্ঠানে গেলে তাকে পাওয়া যায়নি। তবে ফোনে তিনি ভুল প্রশ্নপত্র দেওয়ার কথা স্বীকার করে বলেন, বর্তমানে তিনি এই বিষয়টি সমাধানের জন্য মাদ্রাসা বোর্ডে অবস্থান করছেন। তিনি বলেন, ছাত্ররা যথাসময়ে তাদের কাঙ্ক্ষিত  ফল অর্জন করবেন।

চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক বলেন, মাদ্রাসা বোর্ডের বাংলা পরীক্ষার বিষয়ে আমি আপনাদের কাছেই জানলাম। এর আগে কেন্দ্র থেকে এমন কোনও সংবাদ পাইনি। এ ধরনের কোনও ম্যাসেজ পেলে কেন্দ্র ও বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

/বিটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক