X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বরেন্দ্র অঞ্চলে বাড়ছে কার্পাস তুলার উৎপাদন

রাজশাহী প্রতিনিধি
০৫ মার্চ ২০১৬, ১০:৫৬আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১০:৫৬
image

রাজশাহী, তুলা চাষ

বরেন্দ্র অঞ্চলে কার্পাস তুলার উৎপাদন বেড়েই চলেছে। তুলা উন্নয়ন বোর্ডের উদ্ভাবিত ও বেসরকারি কোম্পানির হাইব্রিড জাতের কার্পাস তুলার চাষ করে বিঘা প্রতি ১৫ থেকে ১৮ মণ পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে বলে জানান কৃষক ও কৃষিবিদরা। এ অঞ্চলে গত মৌসুমে ১৩ হাজার ৬৯২ বেল কার্পাস তুলা উৎপাদন হয়েছে।

তুলা উন্নয়ন বোর্ড রাজশাহী অঞ্চল সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশে প্রায় ৪৫ লাখ বেল (১ বেল সমান ১৮২ কেজি) তুলার চাহিদা রয়েছে। আর দেশে প্রত্যেক মৌসুমে দেড় লাখ বেল উৎপাদন হচ্ছে। সাড়ে ৪৩ লাখ বেল তুলা বিদেশ থেকে আমদানি করতে হয় টেক্সটাইল মালিকদের।

বরেন্দ্র অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার ১৭টি উপজেলায় তুলা চাষ হয়। এর মধ্যে রাজশাহীর পবা, চারঘাট, বাঘা, পুঠিয়া, গোদাগাড়ী, তানোর, নাটোর সদর, বাগতিপাড়া, বড়াইগ্রাম, লালপুর, নওগাঁর মান্দা, পোরশা, নিয়ামতপুর, সাপাহার, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় প্রায় এবার কার্পাস তুলা চাষ হয়েছে।

২০১৫-১৬ মৌসুমে বরেন্দ্র অঞ্চলের চার জেলায় ২ হাজার ৪০০ হেক্টর জমিতে তুলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগের মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার হেক্টর। এবার রাজশাহী জেলায় ৯৫০ হেক্টর, নওগাঁ জেলায় ৪১০ হেক্টর, নাটোর জেলায় ৬৯০ হেক্টর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৫০ হেক্টর জমিতে তুলা চাষ করা হবে।

১৯৮১-৮২ মৌসুমে তুলা উন্নয়ন বোর্ড রাজশাহী অঞ্চল গঠিত হয়। এসময় বরেন্দ্র অঞ্চলে তুলা চাষ করা হয় ৮১০ হেক্টর জমিতে। ওই মৌসুমে তুলা উৎপাদিত হয়েছিল ৩৭৫ বেল। এরপরের মৌসুমে লক্ষ্যমাত্রা একটু বাড়ে। ১৯৮২-৮৩ মৌসুমে এক হাজার ২১৫ হেক্টর জমিতে তুলা চাষ করা হয়। আর উৎপাদন হয় ৮০০ বেল। ৩৫ বছর পর ২১০৪-১৫ মৌসুমে ১৩ হাজার ৬৯২ বেল কার্পাস তুলা বরেন্দ্র অঞ্চল থেকে পাওয়া যাচ্ছে।

তুলা চাষ

চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ও চাষির সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে তুলা উন্নয়ন বোর্ড রাজশাহী অঞ্চলের তুলা উন্নয়ন কর্মকর্তা ও কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এবার অতি বৃষ্টির কারণে তুলা চাষের লক্ষ্যমাত্রা ও চাষির সংখ্যা কমেছে।’

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকার তুলা চাষি আবদুস সাত্তার বলেন, ‘এবার পৌনে দুই বিঘা জমিতে তুলার চাষ করেছি। এখনও তুলা জমি থেকে সংগ্রহ করা হয়নি। বিগত কয়েক বছরের তুলনায় এবার তুলার ফলন ভালো হয়েছে।’

১৫ বছর ধরে তুলা চাষ করছেন রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের সাইফুল ইসলাম। তিনি এবার আড়াই বিঘা জমিতে কার্পাস তুলা চাষ করেছেন। আর এক বিঘায় ১৬ মণ তুলা পেয়েছেন।

তিনি বলেন, গত মৌসুমে ২ বিঘা জমিতে তুলা চাষ করে ৩৫ মণ ফলন পেয়েছিলাম। যা বিক্রি করে পেয়েছিলাম ৬৭ হাজার ৫০০ টাকা। আর ছাষাবাদে খরচ হয়েছিল ২০ হাজার টাকা।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসন্তপুর গ্রামের চাষিদের তুলা চাষে লাভজনক হওয়ায় এবার জমিতে কার্পাস তুলা চাষ করেছেন। এখনও তুলা জমি থেকে নিয়ে আসা হয়নি। তবে এবার ভালো ফলনে খুশি তারা।

তুলা উন্নয়ন বোর্ডের আড়ানী ইউনিট অফিসার মুহাম্মদ হোসেন আলী বলেন, ‘বাঘা ও চারঘাট উপজেলায় অনেক এলাকায় জমি পতিত থাকে। কোনও ফসল হয় না। এসব জমির মালিকরা তুলা চাষে আগ্রহ প্রকাশ করছেন। ফলে প্রত্যেক মৌসুমে চাষির সংখ্যা বাড়ছে। গত মৌসুমে ১,৯২০ টাকায় প্রতি মণ তুলা সরকারিভাবে ক্রয় করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ২১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এজন্য চাষিরা তুলা চাষের প্রতি ঝুঁকছেন।

তুলা উন্নয়ন বোর্ড রাজশাহী অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ও কৃষিবিদ মো. মোস্তফা কামাল বলেন, বর্তমানে কৃষিপণ্যের মধ্যে বাজারে তুলার ব্যাপক চাহিদা রয়েছে। তুষা চাষে অন্য ফসল উৎপাদনের চেয়ে খরচ কম পড়ে ও বাজার মূল্য স্থিতিশীল থাকায় চাষিরা তুলা চাষে আগ্রহী হচ্ছে। সরকারিভাবে তুলা চাষিদের প্রশিক্ষণ ও বীজ সরবরাহ করা হয়।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়