X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অধিকার আদায়ে সোচ্চার নাম জুলিতা

রাজশাহী প্রতিনিধি
০৯ মার্চ ২০১৬, ১১:৩৬আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১১:৩৬

আদিবাসী জুলিতা, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসন্তপুর মোড় থেকে ডানদিকে ৩ কিলোমিটার গেলে গোগ্রাম ইউনিয়ন। সেখান থেকে আরও দুই কিলোমিটার ভেতরে। এরপর কাঁচা রাস্তা, দুপাশে বরেন্দ্র ভূমি। এর মাঝেই ছোট্ট গ্রাম মধুমাঠ। এখানে আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস। এ গ্রামেই আদিবাসীদের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করছেন জুলিতা কিসকু। গোগ্রাম ইউনিয়নে আদিবাসী এই নারী সংরক্ষিত ওয়ার্ড সদস্য।

জুলিয়া মধুমাঠ গ্রামের আদিবাসী নারীদের নিয়ে নিয়মিত বৈঠক করেন। বৈঠকে যারা অংশ নেন তারা অধিকাংশই কৃষি কাজের সঙ্গে জড়িত। অবসর সময়ে জুলিতা তাদের ডেকে নিয়ে নারী অধিকার ও ক্ষমতায়ন নিয়ে সচেতন করার চেষ্টা করেন। জুলিতাকে নির্বাচিত করে গ্রামের মানুষ যে ভুল করেননি তার প্রমাণ পাওয়া যায় বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নারীর মন্তব্যে।

চল্লিশোর্ধ খৈমন খাখা বলেন, চারপাশ দিয়ে যে ফসলের জমি তাদের ঘিরে আছে, তার এক ছটাকও তাদের কারও নয়। সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষের জমিতে কাজ করে যে মজুরি পান তা দিয়েই সংসার চালান তারা। মজুরি পেতেও তাদের বৈষম্যের শিকার হতে হতো। এ কারণে তারা ছেলে-মেয়েকে স্কুলে পাঠাতে পারতেন না। কিন্তু এখন তারা মজুরি বৈষম্যের প্রতিবাদ করছেন। জুলিতা ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর তারা নারীর পাওনা সম্পর্কে জানতে পেরেছেন। এখন দুঃস্থ ভাতা, বিধবাভাতা সম্পর্কে জানতে পারছেন। ইউনিয়ন পরিষদ থেকে তারা তাদের অধিকার আদায় করতে পারছেন।

কল্পনা তিরকি বলেন, পরিবারে ও সমাজে নারীদের কোনও অধিকার আছে বলে তাদের জানা ছিল না। এখন তারা এসব জেনেছেন। নারীরা যাতে তাদের অধিকার আদায় করতে পারে সেজন্য গঠন করেছেন সম্মিলিত আদিবাসী নারী জোট। এ জোটের সভাপতি তিনি। এখন নারীরা শ্রম বৈষম্যের শিকার হলে প্রতিবাদ করছে। বাল্য বিয়ে, নারী নির্যাতন বন্ধ করছে। গ্রামের সালিশ বৈঠকে নারীদের ডাকা হচ্ছে। জুলিতা তাদের সেই সুযোগ করে দিয়েছেন।

রূপালি লাকড়া নামের আরেক নারী বলেন, গোগ্রাম ও মধুমাঠসহ আশেপাশের আদিবাসী গ্রামের নারীরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতেন না। স্কুলে পাঠানোর চেয়ে মাঠে কাজ করলে আয় বাড়বে এমন ধারণা ছিল তাদের। দিন বদলেছে, এখন শিশুরা স্কুলে যায় না এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল হবে। তিনি তার ৪ মেয়েকে নিয়মিত স্কুলে পাঠান। অন্য নারীদেরও উৎসাহিত করেন।

যে নারী সমাজের পিছিয়ে পড়া নারীদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলেছেন সেই জুলিতা একসময় শুধুই গৃহিণী ছিলেন। স্বামী বিশ্বনাথ সরেন মাঠে কাজ করে যা আয় করতেন তা দিয়ে সংসার চালাতেন। কিন্তু তারপরেও সংসারে অশান্তি লেগে থাকতো। স্বামীর কাছে তার কথার কোনও মূল্যই ছিল না। মাত্র তিনবছর আগের সেইসব দিনের কথা এখন প্রায় ভুলতে বসেছেন জুলিতা। স্বামীর পাশাপাশি এখন গ্রামের মানুষও তার কথার মূল্য দেয়। গ্রামের নানা সমস্যা ও কাজে তিনি সিদ্ধান্ত দেন।

বৈঠক করছেন জুলিতা

শুধু জুলিতা নন, সংসারে ও গ্রামে খৈমন খাখা, কল্পনা তিরকি, রূপালি লাকড়ার মতো সামাজিক অবস্থানে জীবন বদলে গেছে আদিবাসী নারীদের। নারী অধিকার ও ক্ষমতায়নে এগিয়ে চলেছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী নারীরা।

জুলিতা বলেন, সামান্য লেখাপড়া জানা ছিল। বিয়ের কারণে বেশিদূর যেতে পারেননি। তবে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল মানুষের সেবা করার। প্রতিদিন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে নানা পরামর্শ দিতেন। একদিন হঠাৎ করেই গ্রামের মানুষ তাকে প্রার্থী করার প্রস্তাব দেয়। প্রথম দিকে স্বামীর সামান্য আপত্তি থাকলেও পরে তিনি সহযোগিতা করেছেন। গ্রামের মানুষই তাকে নির্বাচিত করেছেন। আদিবাসী নারীরা সব সময় অবহেলিত। তাই আদিবাসী নারীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে তিনি সংগঠক হয়েছেন।

তিনি আরও জানান, নারীরা আগের চেয়ে এখন অনেক বেশি অধিকার সচেতন। একদিন আদিবাসী নারীরা চেয়ারম্যান হবেন এমন প্রত্যাশা তার।

আদিবাসী সংগঠক রাজকুমার শাও জানান, আগের চেয়ে আদিবাসী নারীরা অনেক এগিয়েছে। আগে সালিশ বৈঠকে বসার সুযোগ পেতেন না। এখন প্রত্যেকটি গ্রামে নারীদের ডাকা হচ্ছে। সরকারি নানা কর্মসূচিতে তাদের অংশগ্রহণ থাকছে।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’