X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সাভারে শ্যামলী পরিবহনের দুটি বাসে আগুন

সাভার প্রতিনিধি
০৯ মার্চ ২০১৬, ১২:৫০আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১২:৫৪

সাভারে বাসে আগুন

সাভারে আগুনে পুড়ে গেছে শ্যামলী পরিবহনের দুটি বাস। তবে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে নয়, গাড়ির ইঞ্জিনের কয়েলের ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস ও সিএনজি স্টেশনের শ্রমিকরা। বুধবার ভোরে সাভার বলিয়ারপুর এলাকার এন আর সিএনজি পাম্পে এ ঘটনা ঘটে।

পাম্পের শ্রমিকরা জানান, সিএনজি স্টেশনের সামনে রাখা শ্যামলী পরিবহনের (ঢাকা-মেট্রো ব-১৪১৪৭৫) বাসটিতে ঘুমাচ্ছিলেন চালক ও হেলপার। ভোরে হঠাৎ বাসটিতে আগুনের ধোঁয়া দেখতে পান তারা। আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। এসময় পাশে থাকা আরেকটি বাসেও আগুন লেগে যায়। পরে শ্রমিকরা স্থানীয় উৎস থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সিএনজি স্টেশনের একাধিক শ্রমিক বলেন, গাড়ি মেরামতের জন্য তাদের সিএনজি স্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শ্যামলী পরিবহনের বেশ কয়েকটি গাড়ি পার্কিং করে রাখা ছিল। এছাড়াও স্টেশনের পাশে বাসগুলো মেরামত করার কারখানা রয়েছে। সেখানে ওয়েল্ডিংয়ের কাজ করা হয়। বাসের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা দাবি করেন।

বাসে আগুন

সাভার ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইনসপেক্টর শেখ শাহাদুর রহমান বলেন, বাসের ত্রুটি কিংবা ইঞ্জিনের কয়েলের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, হরতালের সমর্থনে দুর্বৃত্তরা আগুন দিলে মহাসড়কের পাশে রাখা গাড়ির প্রথম সারির মধ্যেই আগুন লাগাতো। শ্যামলী পরিবহনের বাস দুটি ভেতরের দিকে ছিল। বাসে ত্রুটি থাকার কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনিও দাবি করেন।

 

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী