X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

অস্ত্র ও পরকীয়ার বলি ইব্রাহিম

খুলনা প্রতিনিধি
১০ মার্চ ২০১৬, ২০:০৮আপডেট : ১০ মার্চ ২০১৬, ২০:১১

খুলনা খুলনার ফুলতলা উপজেলার ইব্রাহিম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।  তাদের দাবি,বৃহস্পতিবার এই মামলায় গ্রেফতার দুই আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারসহ অন্য সহযোগীদের নামও প্রকাশ করেছেন।অস্ত্র ফেরত না দেওয়া এবং পরকীয়ার কারণেই এই হত্যাকাণ্ড ঘটে।
এদের মধ্যে কামাল নামে এক আসামি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন।আর মাসুদ নামে আরেক আসামি পুলিশের কাছে হত্যায় জড়িতের কথা জানিয়েছেন।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ত.ম রোকনুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে দামোদর গ্রামে রেল গেটের পাশের বাগানে একটি পরিত্যাক্ত ঘর থেকে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়। তারা হলেন, কারিকর পাড়ার কামাল হোসেন (৪০) ও আলকা মধ্যপাড়ার মাসুদুর রহমান মণ্ডল (২৪)।
আটক ব্যক্তিদের ডিবি পুলিশের তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আসামিরা ইব্রাহিম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করেন।পরে কামাল হত্যার দায় স্বীকার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
২০১৫ সালের ২২ ডিসেম্বর খুলনা সুপার জুট মিলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইব্রাহিম।পরে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ফুলতলার দামোদর গ্রামের কারিকরপাড়া বায়তুর রহমত জামে মসজিদের টয়লেটের সেফটিক ট্যাংক থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচা ইসমাইল বিশ্বাস বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী জানান, নিহত ইব্রাহীমের কাছে কামালের দলীয় একজনের একটি অস্ত্র রাখা ছিল। সেটি আর সে ফেরত দেয়নি। এ জন্য ক্ষুব্ধ হয়ে কামাল ইব্রাহীমকে হত্যার সিদ্ধান্ত নেয়। কামাল ও মাসুদসহ ৪ জনে হত্যাকাণ্ড ঘটায়। অপর দু’জনের নাম কামাল প্রকাশ করলেও গ্রেফতারের স্বার্থে পুলিশ তাদের নাম বলছে না।

মুক্ত রায় চৌধুরী আরও জানান,মাসুদ স্বীকারোক্তি না দিলেও পুলিশের কাছে বলেছেন,  তিনি এক সময় ডাকাতি মামলায় কারাগারে ছিলেন। ওই সময় তার স্ত্রীর সঙ্গে ইব্রাহীমের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। পরে জেল থেকে বের হয়ে মাসুদ  ইব্রাহীমকে হত্যার সিদ্ধান্ত নেয়। হত্যায় অংশ নেওয়া ৪ জন ও নিহত ইব্রাহীম একই গ্রুপের সদস্য বলে দাবি করেছেন পুলিশের ওই কর্মকর্তা।


/বিটি/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনপি বিরোধিতা করলেও তাদের অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে’
‘বিএনপি বিরোধিতা করলেও তাদের অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে’
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি