Vision  ad on bangla Tribune

ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাট পাঁচ দিন ধরে বন্ধ

ভোলা প্রতিনিধি১৯:২০, মার্চ ১৭, ২০১৬

ভোলা ইলিশা ফেরিঘাটভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলা ইলিশা ফেরিঘাটের অ্যাপ্রোচ রোড মেঘনার ভাঙনে বিধ্বস্থ হওয়ায় গত রবিবার বিকেল থেকে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়া ফেরি সার্ভিস বন্ধ হওয়ায় ঘাটের দু’পাড়ে পণ্যবাহী কয়েকশ’ ট্রাক কাভার্ডভ্যান আটকে আছে।
পণ্যবাহী পরিবহনের মধ্যে পচনশীল দ্রব্যও রয়েছে। পরিবহনের একাধিক শ্রমিক চালক জানিয়েছে ফেরি চালুর অপেক্ষায় থাকায় কয়েক লাখ টাকার তরমুজ পচে গেছে। ফেরিঘাটের ইনচার্জ আবু আলম হাওলাদার জানিয়েছেন, ঘাটের ভেঙে যাওয়া অ্যাপ্রোচ রোড ঠিক করা হচ্ছে। ফেরি চালু হতে আরও কয়েকদিন সময় লাগবে।
/জেবি/এএইচ/

লাইভ

টপ