X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের নাগরপুরে ১১টি ইউনিয়নের ১০টির ফল প্রকাশ

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ মার্চ ২০১৬, ২৩:৩৭আপডেট : ২৩ মার্চ ২০১৬, ২৩:৩৯

টাঙ্গাইল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে ১০টির ফলাফল পাওয়া গেছে।
আওয়ামী লীগের ৪ জন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপির ৩ জন প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২ জন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ১ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সারাদেশে ২২ মার্চ প্রথম দফায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুয়ায়ী ২৩ ফেব্রুয়ারি বুধবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা হতে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। দু’ একটি বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ সদস্য পদে ৪৪৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৩ হাজার ৭শ’ ৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪ হাজার ৫শ’ ৭২ জন এবং মহিলা ভোটার ৯৯ হাজার ২শ’ ৫৩ জন।
যারা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হলেন তারা হলেন—

১. নাগরপুর সদর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. কুদরত আলী নৌকা প্রতীকে ৭হাজার ৪৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হবী ধানের শীর্ষ প্রতীকে ৫ হাজার ৩৬৫ ভোট পেয়েছেন।

২. ধুবরিয়া-ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান নৌকা প্রতীকে ৫ হাজার ৬৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুর রহমান খান শাকিল আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৩০ ভোট।

৩. বেকড়া আটগ্রাম-আওয়ামী লীগের প্রার্থী মো. শওকত হোসেন নৌকা প্রতীকে ২ হাজার ৭৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী আব্দুল বারী পেয়েছেন ২ হাজার ২২৯ ভোট।

৪. মোকনা- ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. আতাউর রহমান খান ধানেরশীষ প্রতীকে ৫ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৩০০ ভোট।

৫. সলিমাবাদ-ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী  দাউদুল ইসলাম দাউদ নৌকা প্রতীকে ৪ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির প্রার্থী মো. এমদাদ হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২০০ ভোট।

৬. ভাদ্রা-ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান খান ধানের শীষ প্রতিকে ৩ হাজার ১০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী মো. শওকত আলী চশমা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮০০ ভোট।

৭. সহবতপুর- ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. তোফায়েল মোল্লা ঘোড়া প্রতিকে ৭ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের প্রার্থী মো. আনিসুর রহমান আনিস নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১২ ভোট।

ইউপি নির্বাচন-২০১৬ ৮. মাহমুদ নগর- ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আনোয়ার হোসেন আনারস প্রতিকে ৭ হাজার ১৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের প্রার্থী শেখ কামাল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৯ ভোট।
৯. গয়হাটা- ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান আসকর ঘোড়া প্রতিকে ৭ হাজার ৬০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের প্রার্থী শেখ শামছুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩০০ ভোট।
১০. দপ্তিয়র ইউনিয়নে বিএনপির প্রার্থী এম ফিরোজ সিদ্দিকী ধানের শীষ প্রতিক নিয়ে ৫ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ লুৎফর রহমান আনারস প্রতিক নিয়ে ৩ হাজার ১০০ ভোট পেয়েছেন।

১১. পাকুটিয়া ইউনিয়নের ফলাফল এখনও ঘোষিত হওয়ার অপেক্ষায়।

/এইচকে/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!