X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পেট থেকে ১৯টি টুথব্রাশ বের করার পর সুস্থ আছেন শামীম

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৬, ১৪:১৯আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৪:২১

পেট থেকে ১৯টি টুথব্রাশ বের করার পর সুস্থ আছেন শামীম

ময়মনসিংহের একটি ক্লিনিকে অস্ত্রোপচার করে শামীম নামে এক যুবকের পেট থেকে আস্ত ১৯টি টুথব্রাশ বের করার পর তিনি এখন সুস্থ আছেন। শামীমের পেট থেকে অস্ত্রোপচার করে শুধু টুথব্রাশই নয়,এর সঙ্গে ছিল চারটি মেসওয়াক,একটি ভাঙা কাঁটা চামচ,দুটি প্লাষ্টিকের টুকরো ও এক টুকরো কাপড়।

গত শুক্রবার ময়মনসিংহ শহরের একটি ক্লিনিকে অস্ত্রোপচার করে শামীম (৩৩) নামের এক যুবকের পেট থেকে এসব জিনিস বের করা হয়। শামীমের বাবার নাম সিরাজ উদ্দিন। তিনি একজন ঠিকাদার। বাড়ি শহরতলীর দিঘারকান্দা মাসকান্দা এলাকায়। চিকিৎসকদের ধারণা, মানসিক ভারসাম্যহীন শামীম এগুলো বিভিন্ন সময় খেয়েছিল। অস্ত্রোপচারের পর সে সুস্থ আছে বলে বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শামীম পেটে তীব্র ব্যথা হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে পেটে এক্স-রে করে একটি কাঁটাচামচসহ তিনটি ধাতব টুকরো রয়েছে নিশ্চিত হওয়ার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। হাসপাতালে অপারেশনের তারিখ ঠিক হওয়ার পর শামীম হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে আবার প্রচণ্ড ব্যথা হলে শহরের চরপাড়া এলাকার ইসলামিয়া জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার রাতে এক ঘণ্টা ধরে তার অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচার টিমে ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. মো. শফিকুল ইসলাম ও অ্যানেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন কমিউনিটি বেজড মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাসুদ হাসান সজিব।

সার্জারি ডা. মো. শফিকুল ইসলাম বলেন,পেটে থাকা টুথব্রাশগুলো আস্ত ছিল দেখে আমরা বিস্মিত হয়েছি। চিকিৎসা বিজ্ঞানে এ রকম ঘটনার নজির পাওয়া যায় না। শামীম দিনের পর দিন এগুলো খেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শামীম এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত জানিয়ে অপর চিকিৎসক ডা. মাসুদ হাসান সজিব জানান, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর তার পরিবারের সদস্যদের উচিত হবে দ্রুত  তার মানসিক চিকিৎসা শুরু করা।

শামীমের মা সেলিনা আক্তার বলেন,শামীম এসএসসি পরীক্ষায় ফেল করা পর এবং বাবার কড়া শাসন আর অনাদরের কারণে মাদকাসক্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে মাদক সেবনের কারণে সে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। তাকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও ভর্তি করা হয়েছিল।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন