X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তনু হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

কুমিল্লা প্রতিনিধি
২৬ মার্চ ২০১৬, ১৬:৫৫আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৯:০৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে দায়ের করা মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম শনিবার বিকেলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তনু হত্যাকাণ্ড

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তনু হত্যার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এর রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামিদের ধরার ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাস এলাকার পাওয়ার হাউসের পানির ট্যাংকের পাশে তনুর মৃতদেহ খুঁজে পান তার বাবা। 

তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী হিসেবে কাজ করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবদুর রব জানান, ২১ মার্চ তনুর বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ২১ মার্চ সিএমএইচ থেকে তনুর লাশ উদ্ধার করে পুলিশ। তনুর লাশে কয়েকটি আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে পুলিশ মনে করছে। 

কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানান, তিনি সেনানিবাসের ভেতরে হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন। শিগগিরই খুনিরা শনাক্ত হবে বলে আশা করেন তিনি। 

তনুর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া তনুর পরিবারকে জমিসহ একটি ঘর করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

তনু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানী ঢাকাসহ নিয়ে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ চলছে।  

আরও পড়ুন:

‘লাশটা জঙ্গলে পড়ে ছিল, মাথাটা ছিল থেঁতলানো’

তনু হত্যার প্রতিবাদে ফুঁসছে দেশ


/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া