X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে খুনের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০১৬, ১৮:১২আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৮:১২

গাজীপুর গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় চিত্তরঞ্জন শীলের (৪৫) লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি নির্বাচন ও জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে খুন করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান খায়রুল আলম এবং নিহতের স্ত্রী অঞ্জনা রাণী। তবে পুলিশ ও স্থানীয়দের দাবি পারিবারিক বিরোধের কারণে নরসুন্দর চিত্তরঞ্জন শীল আত্মহত্যা করেছেন।
নিহতের স্ত্রী অঞ্জনা রাণী জানান, জমিজমা নিয়ে কয়েক বছর ধরে প্রতিবেশীর সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এছাড়াও তার স্বামী চিত্তরঞ্জন জামালপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান খায়রুল আলমের কর্মী ছিলেন। শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে তাদের মারধর করে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনার পর শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে তার স্বামী আর ফিরেননি। পরদিন সকালে বাড়ির পাশে গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে নানা মৃত উপেন্দ্রশীলের বাড়িতে সপরিবারে থেকে পার্শ্ববর্তী দালান বাজারে দোকানে নরসুন্দরের কাজ করতেন আওয়ামী লীগ কর্মী চিত্তরঞ্জন শীল। শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরেননি। পরদিন রবিবার সকালে বাড়ির পাশের একটি গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো চিত্তরঞ্জনের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে চিত্তরঞ্জন আত্মহত্যা করেছেন। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে একটি মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে।

এদিকে, জামালপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান খায়রুল আলম দাবি করেন এবারের ইউপি নির্বাচনে চিত্তরঞ্জন শীল তার কর্মী ছিলেন। এ কারণে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাকে খুন করেছে।

 

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক