X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে তিন ইউনিয়নে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০১৬, ২২:২০আপডেট : ২৭ মার্চ ২০১৬, ২২:২২

ইউপি নির্বাচন-২০১৬ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। তারা বলেন, রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রতিপক্ষের লোকজন তাদের নির্ধারিত মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার কারণে জমা দিতে পারেনি। তবে নির্বাচন অফিসার বলছেন, তাদের এ ধরনের কোনও ঘটনা জানা নেই।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুতুবপুর ইউনিয়নে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা মনিরুল আলম সেন্টু, আওয়ামী লীগের গোলাম রসুল শিকদার, স্বতন্ত্রী এস এম কাদির, সৈয়দ আলী মোস্তফা ও ইঞ্জিনিয়ার আবু তালেব। এ ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী আলী আকবর মনোনয়নপত্র জমা দেননি। তার অভিযোগ, রবিবার দুপুরে তিনি মনোনয়নপত্র দাখিল করার সময়ে প্রতিপক্ষের লোকজন মনোনয়নপত্র কেড়ে নিয়েছে। বিষয়টি তিনি দলের নেতাদের অবহিত করেছেন।
বক্তাবলী ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুজন। এর মধ্যে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান শওকত আলী ও বিদ্রোহী প্রার্থী ইলিয়াস। এদিকে বক্তাবলীতে বিএনপির প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এই ইউনিয়নের বিএনপির সেক্রেটারি আল আমিন সিদ্দিকী অভিযোগ করেছেন- দল তাকে ও ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবরকে মনোনীত করেছিলেন। বিকেল ৩টায় প্রতিপক্ষের লোকজন এসে তাদের মনোনয়নপত্র কেড়ে নিয়েছে। ওই ইউনিয়নের বিএনপি নেতা আরও জানান, তাদের উপজেলা নির্বাচন অফিসারের কাছে জমা দেওয়ার সময়ে নির্বাচন অফিসারের সামনেই মনোনয়নপত্র ছিনিয়ে নেয়।

আলীরটেকে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের মতিউর রহমান মতি ও স্বতন্ত্র প্রার্থী সায়েম আহমেদ। আলীরটেকে আওলাদ হোসেনকে দল সমর্থন দিলেও তিনি মনোনয়নপত্র জমা দেননি।

এসব ব্যাপারে ফতুল্লা থানা বিএনপির সেক্রেটারি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, ‘আমাদের কাছে কিছু অভিযোগ এসেছিল। শুনেছি আমাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেননি।’

গোগনগরে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর হলেন আওয়ামী লীগের জসিমউদ্দিন, বিএনপির নজরুল ইসলাম সরদার। এছাড়া স্বতস্ত্র প্রার্থী দুজন হলেন নওশেদ আলী ও ফজর আলী।

এনায়েতনগরে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের আসাদুজ্জামান, বিএনপির মাহামুদুল হক আলমগীর, স্বতন্ত্র হাবিবুর রহমান লিটন, আবদুস সালাম, বদিউল আলম, মতিউর রহমান প্রধান।

কাশীপুরে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, বিএনপির ওমর আলী, কৃষক শ্রমিক জনতা লীগের ওসমান গনি ও স্বতস্ত্র ফারুক হোসেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রশিদ মিয়া জানান, ৬ ইউনিয়নের ২৫ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ইউপি সদস্য (মেম্বার) পদে ৬টি ইউনিয়নে ৫৪ পদের বিপরীতে ২৬৯ মনোনয়নপত্র জমা দেন। আর সংরক্ষিত ১৮টি ওয়ার্ডের বিপরীতে ৬৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা