Vision  ad on bangla Tribune

হবিগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, পিতা মাতাসহ আটক ৪

হবিগঞ্জ প্রতিনিধি২৩:৩৬, মার্চ ২৮, ২০১৬

-হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের দুইদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুর পিতা, মাতা, ভাই ও ভাবিকে আটক করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার ২৬ মার্চ নিখোঁজ হওয়া এ শিশুর নাম ইসমাঈল। আটক ব্যক্তিরা হলেন বাবা রজব আলী, মাতা রহিমা বেগম, ভাই জুয়েল মিয়া ও ভাবি শালপা আক্তার। মাধবপুর থানায় আটক স্বজনদের জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, জেলার মাধবপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা রজব আলীর ছেলে শিশু ঈসমাইল শনিবার নিখোঁজ হয়। এ ঘটনায় মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন শিশুর বাবা। সোমবার দুপুরে দুর্গন্ধ বের হতে থাকে রজব আলীর ঘর থেকেই। স্থানীয়রা ঘরে তল্লাশি চালিয়ে ধানের গোলার মাচার নিচে শিশুটির লাশ খুঁজে পায়।
ওসি মোল্লা মনির হোসেন জানান, পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহভাজন হিসেবে পিতা-মাতা, ভাই, ভাবিকে আটক করেছে। বর্তমানে তাদের থানায় জিজ্ঞাবাদ করা হচ্ছে।

/এইচকে/

লাইভ

টপ