X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ইসলামী ব্যাংক থেকে টাকা চুরি

রাজশাহী প্রতিনিধি
২৯ মার্চ ২০১৬, ২৩:০৭আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২৩:০৭

ইসলামী ব্যাংকের রাজশাহী নিউমার্কেট শাখা থেকে নগরীর মিতা স্টুডিওর কর্মচারীর ব্যাগ কেটে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ব্যাগের ভেতর ৯ লাখ ২৪ হাজার টাকার মধ্যে থেকে ২ লাখ ২৪ হাজার টাকা ব্যাগ কেটে নিয়ে যায় একটি চক্র। ব্যাংকের সিসি ক্যামেরা থেকে টাকা চুরি হওয়ার বিষয়টি জানা যায়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে রাজশাহী নিউমার্কেট শাখায় মিতা স্টুডিওর কর্মচারী কৃষ্ণ ঢাকার ট্রেড করপোরেশনকে ৯ লাখ ২৪ হাজার টাকা টিটি করার জন্য ব্যাংকের ৩ নম্বর কাউন্টারে দাঁড়ায়। এসময় কাউন্টারে দায়িত্বরত ব্যাংকের কর্মচারী চেয়ারে উপস্থিত না থাকায় কৃষ্ণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন টাকা জমা দেওয়ার জন্য। এর মাঝে একটি চক্রের তিনজন সদস্য টার্গেট করে তার আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। এরপর অল্পসময়ের মধ্যে অভিনব কায়দায় তার পাশে দাঁড়িয়ে ব্লেড দিয়ে কৃষ্ণের পিঠে থাকা ব্যাগ কেটে  টাকা নিয়ে পালিয়ে যায়। ইসলামী ব্যাংকের সিসি ক্যামেরার মনিটরিংয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা তাদের আটক করতে পারেনি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে কাউন্টারে এ ঘটনা ঘটেছে বলেছে মিতা স্টুডিওর স্বত্ত্বাধিকারী আলাল উদ্দিন জানান। তিনি জানান,  এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে ধরার পরও তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়নি ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা করা হয়েছে।

এ ব্যাপারে ব্যাংকের রাজশাহী নিউ মার্কেট শাখার ভাইস প্রেসিন্ডেট শাহজাহান আলী বলেন, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখেছি। ফুটেজে দেখা যায়, তিনজনের একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। ব্যবস্থা নেওয়ার আগেই তারা পালিয়ে গেছে। তবে এ ঘটনাটির পর ব্যাংকের নিরাপত্তা আরও বাড়ানো হবে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন জানান, মিতা স্টুডিওর মালিক এ ঘটনায় মামলা দায়ের করেছেন। বিষয়টির তদন্ত করে দেখছে পুলিশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হবে। আমরা আশা করছি. তদন্তে আসল রহস্য বের হয়ে আসবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!