X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
জনতা ব্যাংকের আড়াইশ’ কোটি টাকা আত্মসাত

দুদকের মামলায় শিল্পপতি টিপু খুলনায় গ্রেফতার

খুলনা প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ১৮:১৬আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৮:১৯

দুদকের মামলায় শিল্পপতি টিপু খুলনায় গ্রেফতার

ঢাকার শিল্পপতি মেসার্স ঢাকা ট্রেডিং হাউসের স্বত্ত্বাধিকারী টিপু সুলতানকে দুদকের একটি বিশেষ টিম বুধবার বিকালে খুলনার দৌলতপুর থেকে গ্রেফতার করেছে। তার নামে জনতা ব্যাংক দিলকুশা বাণিজ্যিক এলাকা শাখার আড়াইশ’ কোটি টাকা আত্মসাতের ঘটনায় গত ফেব্রুয়ারি মাসে দুদকের উদ্যোগে মতিঝিল থানায় এই মামলাটি করা হয়েছিল। গ্রেফতারের পর দুর্নীতিদমন কমিশনের (দুদক) কর্মকর্তারা তাকে দুদকের খুলনা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করেন। পরে বিকালে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল হাই বলেন,দুদকের ঢাকার একটি বিশেষ টিম খুলনা এসে বুধবার বিকালে দৌলতপুর এলাকা থেকে টিপু সুলতান নামে একজনকে গ্রেফতার করে এবং দুদক খুলনা কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য মতিঝিল থানার মামলার সংক্ষিপ্ত বর্ণনায় জানা গেছে, দুদকের উপ-পরিচালক (অনুঃ ও তদন্ত ১) মো. সামছুল আলম বাদী হয়ে গত ১৮ ফেব্রুয়ারি মতিঝিল থানায় মামলা দায়ের করেন। দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অভিযোগ এনে দায়েরকৃত মামলায় শিল্পপতি টিপু সুলতান ছাড়াও জনতা ব্যাংক দিলকুশা বাণিজ্যিক এলাকা শাখার চার কর্মকর্তার নাম রয়েছে। মামলায় উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে ও ক্ষমতার অপব্যবহার করে মেসার্স ঢাকা ট্রেডিং হাউসের অনুকূলে ২৬৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৩৬৮ টাকার এলসি ইস্যু করেন। ইস্যুকৃত এলসির মার্জিন বাবদ ১৬ কোটি ৭২ লাখ ৮৮ হাজার ৯১৩ টাকা ব্যাংকে দেওয়া হয়। অবশিষ্ট ২৫০ কোটি ৯৬ লাখ ১ হাজার ৪৫৫ টাকার মালামাল আমদানি না করে এলসির টাকা ট্রান্সফারের মাধ্যমে আত্মসাত করেন।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’