Vision  ad on bangla Tribune

বিজিবি ফায়ারিং কমপিটিশনে ৩০ বিজিবি চ্যাম্পিয়ন

ঠাকুরগাঁও প্রতিনিধি॥১৮:৪২, মার্চ ৩০, ২০১৬

Thakurgaon BGB Firing Competition copy222

ঠাকুরগাঁও বিজিবি আন্তঃব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র চ্যাম্পিয়ন ও পঞ্চগড় ১৮ বিজিবি রানার্স আপ হয়েছে। সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন ৩০ বিজিবি’র সিপাহী রাজিব। বুধবার দুপুরে বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের কাজিমউদ্দিন মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়। সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস, পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল নওশাদ ও নীলফামারী ৫৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জি এম সারওয়ার। গত মঙ্গলবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

/জেবি/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ