X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফেনী ক্যাডেটে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

রফিকুল ইসলাম, ফেনী
৩০ মার্চ ২০১৬, ২০:৩০আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২০:৩১

অষ্টম শ্রেণির ছাত্রী লামিয়া তাবাসসুম তুবার ফেনী গার্লস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী লামিয়া তাবাসসুম তুবার (১৩) অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছেন তারা।
নিহত তুবার ছোট খালা শামীমা শিমু টেলিফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, তুবা শুধু পড়াশোনায় ভালো ছিল না সে খেলাধুলায়ও কলেজের সিনিয়রদের থেকেও এগিয়ে থাকতো। সে প্রায়ই তার বাবা-মাকে সিনিয়রদের নির্যাতনের কথা বলতো। কিন্তু তার বাবা-মা কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষক হওয়ায় কখনও অভিযোগ করেননি।
এ সময় তিনি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
নাম প্রকাশ না করা শর্তে তুবার এক আত্মীয় বাংলা ট্রিবিউনকে বলেন, তুবা যদি গলায় ফাঁস দিয়েই থাকে তবে তার হাতের চারটি আঙুলে কেন রক্ত জমাট বাঁধা ছিল?
তুবার সহপাঠীরা জানায়, ঘটনার আগের দিন (২১ মার্চ) তুবা ক্লাস টিউটিরিয়াল পরীক্ষায় ইংরেজিতে ৭৪ নম্বর পাওয়ায় বেশ হতাশ হয়ে পড়ে। পরে বিভাগের শিক্ষক শওকত হোসেন কাছে খাতা দেখতে গেলে শিক্ষককে না পেয়ে এক কর্মচারীর কাছ থেকে খাতা নিয়ে আসে। পরে খাদিজা হাউজের টিউটর খন্দকার আব্দুল মান্নান তুবার কাছ থেকে লিখিত স্টেটমেন্ট নেন ও আনুষ্ঠানিক কৈফিয়ত তলব করেন। সে সময়ও তুবাকে ভেঙে পড়তে দেখা যায়।
স্বজনদের অভিযোগ, ঘটনার দিন (২২ মার্চ) তুবার বড় খালা ও মামা ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করতে গেলে সেটা বৈধ অভিযোগ নয় বলে তাদের ফিরিয়ে দেয় পুলিশ।
এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ বিষয়টি অস্বীকার করে বলেন, একমাত্র নিহতের বাবা-মার কাছ থেকেই তারা অভিযোগ গ্রহণ করবেন।
ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, আত্মহত্যাজনিত কারণে তুবার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আর নখে রক্ত জমাট বাঁধার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, তুবার নখে তারা কালির দাগ পেয়েছেন, যা ময়নাতদন্তে একাধিকবার পরীক্ষা করা হয়েছে।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ জাহানারা চেীধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার আগের দিন তুবা তার মা বাবার সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করলেও তারা ফোন ধরেননি।
গত ২২ মার্চ সকালে ফেনী  ক্যাডেট কলেজের বাথরুমে  ঝুলন্ত অবস্থায় তুবার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা