X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়নের কেন্দ্র থেকে ককটেল ও অস্ত্র উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ২১:১২আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২১:১৬

জেলার কাওয়াকোলা ইউনিয়নের চকতেতুলিয়ার অস্থায়ী কেন্দ্রের পাশ থেকে পাঁচটি ককটেল ও দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে এই বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ইউপি নির্বাচন-২০১৬

ওসি জানান, পরিত্যক্ত অবস্থায় লাল টেপে মোড়ানো ককটেল ও রামদা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নির্বাচনের আগে প্রতিপক্ষকে ফাঁসানো জন্য কেউ এগুলো সেখানে রেখে গেছে।

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টির মধ্যে ৯টি ইউনিয়নে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সয়দাবাদ ইউনিয়নে সীমানা জটিলতা নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ আপিল বিভাগে বাতিল হলেও নির্বাচন কমিশন অনুমোদন না দেওয়ায় সেখানে নির্বাচন হচ্ছে না।

সদর উপজেলা নির্বাচন সমন্বয়কারী ব্রেনজন চাম্বুগং জানান, বুধবার সকাল থেকেই নির্বাচনের সকল সরঞ্জামাদি নিয়ে প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্টরা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছেন। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। নির্বাচনে ১৩ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, যমুনা নদীর পশ্চিমপারের চরাঞ্চলের মেছড়া ও কাওয়াকোলা ইউনিয়নগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে ২জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

এছাড়াও বহুলী, কালিয়া হরিপুর ও শিয়ালকোল ইউনিয়নে বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকায় ওই এলাকাগুলো বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।

৯টি ইউনিয়নে ৪৫ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। ১২৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রতনকান্দি ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।

রতনকান্দি ইউনিয়নে শুধু সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে এবার সদর উপজেলার ৯টি ইউনিয়নে নারী ও পুরুষসহ মোট ভোটারসংখ্যা ২ লাভ ৫৫ হাজার ৬শ’ ৭৫ জন।

/এইচকে/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!