behind the news
Rehab ad on bangla tribune
 
Vision Refrigerator ad on bangla Tribune

কক্সবাজারের পেকুয়ার ৭ ইউপিতে নির্বাচন

কক্সবাজার প্রতিনিধি২৩:২৭, মার্চ ৩০, ২০১৬


কক্সবাজারের পেকুয়ার সাত ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। ইউনিয়নগুলো হচ্ছে পেকুয়া সদর, রাজাখালী, বারবাকিয়া, টইটং, শিলখালী, মগনামা ও উজানটিয়া। এই সাত ইউনিয়নে ৩২ চেয়ারম্যান প্রার্থীসহ ৩৭২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইউপি নির্বাচন-২০১৬
ইতোমধ্যে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন পেকুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খান।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পেকুয়ার সাত ইউপিতে ৬৩টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৭ জন আনসার ও সাতজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও সাত ইউনিয়নে র‌্যাবের সাতটি টিম টহলে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের একটি স্ট্রাইকিং ফোর্স ও দুটি মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। এসব ইউপিতে ভোট ভোটার সংখ্যা রয়েছে এক লাখ ১ হাজার ২৪৫ জন।
/এইচকে/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ