behind the news
Vision  ad on bangla Tribune

ইউপি নির্বাচন : কুমিল্লায় আ’লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ

কুমিল্লা প্রতিনিধি১০:০৩, মার্চ ৩১, ২০১৬

ইউপি নির্বাচন-২০১৬

কুমিল্লার বরুরা উপজেলার খোসবাস ইউনিয়নের আরিফপুর কেন্দ্রে সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছে।

এসময় গুলি বর্ষণের ঘটনাও ঘটে বলে জানান স্থানীয়রা। তবে গুলিতে কেউ আহত হননি।

বরুরা থানার ওসি আসলাম শিকদার জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ভোট গ্রহণ স্বাভাবিক আছে।

/জেবি/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ