behind the news
 
Vision  ad on bangla Tribune

সন্দ্বীপে কেন্দ্র দখলের লড়াইয়ে নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি১৭:২২, মার্চ ৩১, ২০১৬

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে ভোটকেন্দ্র দখলের লড়াইয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পুলিশের এক কনস্টেবলসহ অন্তত আরও দশজন। এদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ।

নির্বাচনি সহিংসতা

দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দুপুরের দিকে চর বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান এবং ভোটকেন্দ্রের রিটার্নিং অফিসার কামরুল হোসাইন। 

নিহতরা হলেন সানাউল্লাহ (২৬), ইব্রাহিম(২৫), জামাল(৫০)। ‍পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত পুলিশ সদস্যের নাম আলাউদ্দিন(২০)। নিহতরা বাউরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দীন ও একই দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমানের সমর্থক। 

আহতদের সংকটজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।

/এইচকে/ 

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ