X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩

রাজশাহী প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ০৯:৫৫আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১০:০১

রাজশাহী

রাজশাহীতে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে দুই ব্যক্তির সঙ্গে জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়াসমিন, শাহিন ও রকি নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন।

জানা গেছে, জমিজমার মামলা সংক্রান্ত কাজে রাজশাহীর আদালতে গিয়েছিলেন বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামের ইয়ানুস আলী ইনু (৫০) ও সাজুড়িয়া গ্রামের আব্দুল বারিক (৬০)। মামলার কাজ সেরে বুধবার বিকালে বাড়ি ফেরার সময় তারা প্রতারক চক্রের খপ্পড়ে পড়েন। শাহানাজ (৪৮) নামের এক নারী কৌশলে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর তাদের দুজনকে একটি ঘরে আটকে রেখে এবং তাদের কাছ থেকে নগদ সাড়ে ৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে ৪/৫ জন যুবক ইয়াসমিন (২০) নামের এক নারীকে বিবস্ত্র করে ওই দুই ব্যক্তির সঙ্গে জোরপূর্বক ছবি তোলেন। এসময় ওই দুই ব্যক্তিকে তারা প্রাণ নাশের হুমকিও দেন। পরে তারা ইনুর মোবাইল থেকে তার পরিবারের সদস্যদের ফোন করে দেড় লাখ টাকা দাবি করেন। সর্বশেষ ২০ হাজার টাকায় রফা হয়। বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

ইয়ানুস আলী ইনু জানান, তার এলাকার রেজাউল নামের এক ব্যক্তি ৫০০ টাকা দিয়েছিল শিরোইল এলাকার শাহানাজকে পৌঁছে দেওয়ার জন্য। সঙ্গে মোবাইল ফোন নম্বর দেয়। টাকা পৌঁছে দিতে গেলে কৌশলে তাদের একটি বাড়িতে ডেকে নিয়ে একটি ঘরে বন্দি করে এবং আপত্তিকর ছবি তুলে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে।

র‌্যাব-৫ এর উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার এবিএম মোবাশ্বের জানান, খবর পেয়ে প্রথমে বিকাশের দোকানে অভিযান চালানো হয়। তবে র‌্যাব পৌঁছার কিছুক্ষণ আগেই তারা টাকা তুলে নেয়। টাকা পেয়ে তারা দুই ব্যক্তিকে ছেড়ে দেয়। পরে তাদের সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

এ ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ইয়ানুস আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

 

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ