X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানি বর্বর বাহিনীও বটগাছকে ভয় পেতো: ঝিনাইদহে ঢাবি উপাচার্য

ঝিনাইদহ প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ১৮:০৭আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৮:১৪

শুক্রবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের সুইতলা মল্লিকপুরে অবস্থিত এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বটগাছ তলায় প্রাচীন বটবৃক্ষ ঘুরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকি বলেছেন, বটগাছের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। অনেক ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষর রেখেছে বটগাছ। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বটতলাটি ছিল সেটি ঐতিহাসিক। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সেই বটগাছটিকে পাকিস্তানের বর্বর বাহিনী একেবারে উপড়ে ফেলে। কারণ তারা বটগাছকে ভয় করতো। স্বাধীনতার সংগ্রামের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, সব হয়েছে ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে। এখন সেটি অপরাজেয় বাংলা নামে পরিচিত। সেখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান ও শিক্ষকদের বিভিন্ন কার্যক্রম এখনো চলছে। কিন্তু মুক্তিযুদ্ধের সময় সেই বটগাছটি কেটে ফেলা হলো। কারণ পাকিস্তানি বাহিনী মনে করেছে- এ বটতলার যে শক্তি তা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কাজ করে। পরবর্তীতে ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি স্বাধীনতার পর মার্কিন সিনেটের এভিয়েট ক্যানেডি সেখানে একটি বটের চারা রোপন করেন। সেটি এখন বিরাট বটবৃক্ষে রূপান্তিত হয়েছে।
শুক্রবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের সুইতলা মল্লিকপুরে অবস্থিত এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বটগাছ তলায় প্রাচীন বটবৃক্ষ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি আয়োজিত জনসচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বটগাছ আজ কমে যাচ্ছে। মানুষ জায়গার জন্য বটগাছ কেটে ফেলছে। যেহেতু বটগাছের সঙ্গে আমাদের একটা ঐতিহ্যবাহী সম্পর্ক আছে। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায়, জীববৈচিত্র সংরক্ষণ করতে এবং প্রকৃতিকে ধরে রাখতে আমাদের জনসচেতনামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে।

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. সৈয়দ হাদিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। প্রফেসর ড. ম ইমদাদুল হক, প্রফেসর ড. আবুল বাশার, বন সংরক্ষক অসিত রঞ্জন পাল, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের আগে ও পরে প্রধান অতিথি উপাচার্য আরেফিন সিদ্দিক পৌনে ৪ একর এলাকাজুড়ে বৃহত্তম এ বটগাছটি ঘুরে-ফিরে দেখেন এবং এটাকে রক্ষাণাবেক্ষণের জন্য পরামর্শ দেন।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম