X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাড়ি থেকে তুলে নিয়ে দুই বোনকে গণধর্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ২১:৪৩আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ২১:৪৬

ধর্ষণ লক্ষ্মীপুরে দুই বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় (আজ) শুক্রবার দুপুরে কমলনগর থানায় পৃথক দুটি মামলা করেছেন ধর্ষিতার মা। এরপর বিকালে তাদের ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার (২৯ মার্চ) রাতে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে দুই বোন গণধর্ষণের শিকার হন বলে পরিবারের অভিযোগ।
ধর্ষণ মামলার প্রধান দুই আসামি হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মৃত ইসরাফিলের ছেলে মো. খোকন, একই এলাকার মৃত সোলেমানের ছেলে মো. সিরাজ। অন্য আসামিরা হলেন ওই এলাকার ইসামাইল হোসেনের ছেলে মো. ইউছুফ ও মৃত হোসেন আহাম্মদের ছেলে মো. আবদুল করিম। মামলায় অজ্ঞাত আরও এক আসামি রয়েছেন বলে জানায় পুলিশ।
ধর্ষণের শিকার বড় বোন জানান, একই গ্রামের পাশ্ববর্তী এলাকার মো. খোকন তাকে পছন্দ করতো। গত মঙ্গলবার রাত ৯টার দিকে খোকন তার বাড়িতে আসে। এসময় তাকে ঘর থেকে বের হতে বললে তিনি একা ঘর থেকে বের হতে রাজি না হওয়ায় ছোট বোনকে সঙ্গে নিয়ে বের হতে বলেন খোকন। পরে দুই বোন ঘর থেকে উঠানে বের হয়ে আসলে ৪/৫ জন মিলে তাদের মুখ বেঁধে স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে যায়। এরপর ওই বাড়ির পুকুর পাড়ে রেখে রাতভর তাদের ধর্ষণ করে বলে অভিযোগ তার।
ধর্ষণের শিকার ছোট বোন বলেন, খোকনের চাচাতো ভাই সিরাজ আমার গলায় ধারালো ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। খোকন ও সিরাজের বন্ধু ইউছুফ এবং আবদুল করিমও আমাদের দুই বোনের ওপর অত্যাচার করে।
ধর্ষিতাদের মা জানান, রাতে আমি ঘুমে ছিলাম। বখাটে খোকন ও সিরাজসহ তাদের কয়েকজন সহযোগী মিলে আমার দুই মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে। সকালে স্থানীয়দের সহযোগিতায় একটি কলাবাগান থেকে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করি। বিষয়টি স্থানীয় নবনির্বাচিত মেম্বার আবদুর রহিম দুলাল মাঝিকে জানালে তিনি মীমাংসা করবেন বলে আশ্বাস দিয়ে মামলা করতে নিষেধ করেন। অবশেষে আমি বিচার না পেয়ে থানায় অভিযোগ করি।

ধর্ষিতাদের ভাইসহ স্থানীয়রা জানায়, অভিযুক্তরা নবনির্বাচিত ইউপি মেম্বার আব্দুর রহিম দুলাল মাঝির চাচাতো ভাই ও নিকট আত্মীয়। এজন্য মীমাংসার নামে সময়ক্ষেপন করে ধর্ষণের আলামত নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার আবদুর রহিম দুলাল মাঝি বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। আমি ধর্ষিতাদের উপকার করতে চেষ্টা করেছি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দুই বোন ধর্ষিত হয়েছে বলে জানা গেছে। তাদেরকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা নেওয়া হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া