behind the news
 
Vision  ad on bangla Tribune

ভোলায় মেঘনার পাড় ভেঙে শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি০৪:৩৬, এপ্রিল ০২, ২০১৬

ভোলাভোলা সদরের রাজাপুর ইউনিয়নের রুপাপুর গ্রামে শুক্রবার দুপুরে মেঘনা নদীর পাড় ভেঙে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।  
মারা যাওয়ার শিশুর নাম সেরু মিয়া (১০)।তার বাবা সিরাজ উদ্দিন। আহত দুই শিশুর একজনের নাম ইব্রাহিম (১১, অপরজন আল আমিন (১১)।তাদের ভোলা  সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজাপুর ইউপি চেয়ারম্যান মিঠু চৌধুরী জানান,শুক্রবার দুপুরে সেরু,ইব্রাহিম ও আল  আমিন বাড়ির কাছে মেঘনা পাড়ে খেলছিল। হঠাৎ পাড় ভেঙে তারা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেরু মারা যায়। অপর দুইজন আহত হয়।
ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.শরিফুল আলম জানান, ইব্রাহিম ও আল আমিনের চিকিৎসা চলছে। তারা শঙ্কামুক্ত রয়েছে।

 

/এমএমএস/ 

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ