X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে পরিবহন শ্রমিকের স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ০৬:৫০আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ০৬:৫০

টাঙ্গাইল টাঙ্গাইলে পাবলিক বাসে এক পরিবহন শ্রমিকের স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারীও অন্য এক পরিবহন শ্রমিকের স্ত্রী।
গত শুক্রবার (১ এপ্রিল) ভোরে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় চলন্ত বাসে এ ধর্ষণের ঘটনা ঘটে।
জানা যায়, ভুক্তভোগী ওই মহিলার স্বামী বখতিয়ার গাজীপুরে লেগুনা গাড়ি চালান। গত বৃহস্পতিবার পাওনা টাকা আনতে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দত্তবাড়ি গ্রামে তার খালার বাড়িতে যান। গত শুক্রবার ভোরে গাজীপুর ফেরার উদ্দেশ্যে বিনিময় পরিবহনের একটি গাড়িতে উঠেন। ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করার জন্য ওই বাসের শ্রমিকরা বাসে আর কোনও যাত্রী না নিয়েই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পরে মধুপুর এসে তারা বাস ঘুরিয়ে ময়মনসিংহের দিকে যেতে থাকে। এ সময় ওই নারীকে  ধর্ষণ করে শোলাকুড়ি রাস্তায় ফেলে দেয় বাসের শ্রমিকরা। ভুক্তভোগী ওই নারী মধুপুর বাসস্ট্যান্ডে এসে ফোনে বিষয়টি স্বামীকে জানান। পরে ধর্ষিতাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বিষয়টি টাঙ্গাইল পরিবহন ফেডারেশনকে জানানো হলে ধর্ষকদের চিহ্নিত সনাক্ত করা হয়। বিষয়টি আপোষরফা করতে বিভিন্নভাবে চেষ্টা চালায় পরিবহন নেতারা। দিনভর অপেক্ষার পর কোনও উপায় না পেয়ে পুলিশের দারস্থ হন ভুক্তভোগী পরিবার।
টাঙ্গাইল পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লালজু বলেন, এ ধরণের নক্ক্যারজনক ঘটনা পরিবহন সংস্থার জন্য লজ্জাজনক। তবে ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্য ডা. রেহানা বলেন, ভিকটিমের স্বীকারোক্তি অনুযায়ী তাকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। যেহেতু মহিলাটি বিবাহিতা, তাই প্যাথলজি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এটা গণধর্ষণ কি না।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ভিক্টিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এমএএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!