behind the news
Vision  ad on bangla Tribune

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ৩৫

ঝিনাইদহ প্রতিনিধি॥১৭:২৯, এপ্রিল ০২, ২০১৬

Jhenaidah Kaligonj Accident Pic-3

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা দুইজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। শনিবার বিকেলে শহরের মোবারকগঞ্জ সুগারমিলের প্রধান ফটকের সামনে রুপসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় উল্টে যাওয়া বাসটির নীচে বেশ কয়েক জন এখনো আটকে আছে। তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ থেকে যশোরগামী রুপসা পরিবহনের একটি বাস মোবারকগঞ্জ সুগার মিলের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় বাসটি মিলের প্রধান ফটকের প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে  ঘটনাস্থলে ২ জন নিহতসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসের নীচে কয়েকজন আটকা পড়ে আছে। তাদের উদ্ধারের কাজ চলছে। আহতদের কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, তাদের এখানে মোট ১৮ জন ভর্তি হয়েছে। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। 

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, এ পর্যন্ত দুইজন নিহত হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে।

/জেবি/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ