behind the news
Rehab ad on bangla tribune
 
Vision Refrigerator ad on bangla Tribune

তনুর খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি১৮:৪৬, এপ্রিল ০২, ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে।

তনু হত্যাকাণ্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত শিমরাইল-আদমজী ইপিজেড সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে যোগ দেয় বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুক্তাদির হোসাইন হৃদয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একটা বিচারহীনতার সংস্কৃতি চলছে। তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পুলিশ আজও গ্রেফতার করতে পারেনি। কুমিল্লা সেনানিবাস এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটলো তা প্রশাসনকেই খতিয়ে দেখতে হবে।

/এমএম/টিএন/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ