behind the news
Rehab ad on bangla tribune
 
Vision Refrigerator ad on bangla Tribune

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি২০:৪৩, এপ্রিল ০২, ২০১৬

গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সুশীল ব্যাপারি (৪৫) নামে এক দিনমজুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার সলুখা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত সুশীল ব্যাপারি টুঙ্গিপাড়া উপজেলার সলুখা গ্রামের বুদ্ধিমন্ত ব্যাপারির ছেলে।

পরিবারের বরাত দিয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মঞ্জুরুল হক জানান, নারিকেল গাছের মাথা পরিষ্কার করার জন্য সুশীল গাছে উঠেন। এ সময় বিদ্যুৎ এর তারের সঙ্গে লেগে থাকা বিদ্যুতায়িত ডালে স্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

/ জেবি/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ