behind the news
Rehab ad on bangla tribune
 
Vision Refrigerator ad on bangla Tribune

স্থানীয়দের তল্লাশিতে উদ্ধার হলো ব্যবসায়ীর লাশ

বরিশাল প্রতিনিধি২০:৫৯, এপ্রিল ০২, ২০১৬

প্রায় ৩২ ঘণ্টা অভিযানের পর বরিশালে নৌকাডুবিতে নিখোঁজ পান ব্যবসায়ী ফজর আলী সিকদার’র লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকাডুবির ঘটনাস্থানের প্রায় এক কিলোমিটার দূর থেকে লাশটি উদ্ধার করে। এর আগে শুক্রবার দিনভর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে অভিযান স্থগিত ঘোষণা করেছিলো।

লাশ উদ্ধার

চরামদ্দি ইউনিয়নের চেয়ারম্যান গাওসেল আলম খান জানান, শুক্রবার সকালে কালবৈশাখী ঝড়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সীমান্তবর্তী অড়িয়াল খাঁ নদে নৌকাডুবিতে ফজর আলী সিকদার নিখোঁজ হন। কাটাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তিনি পানের ব্যবসা করতেন।
কোস্টগার্ডের গোয়েন্দা স্টাফ আব্দুল সত্তার বলেন, স্থানীয়দের সহযোগিতায় দাড়িয়াল নদীর কাটাদিয়া চরের ইটভাটা সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মনজুরুল করিম লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

 /এমও/টিএন/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ