behind the news
Vision  ad on bangla Tribune

এইচএসসি: যশোর বোর্ডে ১ লাখ ৩৫ হাজার পরীক্ষার্থী

যশোর প্রতিনিধি০৭:০০, এপ্রিল ০৩, ২০১৬

এইচএসসি পরীক্ষা ২০১৬আজ রবিবার থেকে দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার  এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৩৫ হাজার ৫৬ শিক্ষার্থী।এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮ হাজার ১৪, মানবিক বিভাগে ৮৫ হাজার ৯৫৪ এবং বাণিজ্য বিভাগে রয়েছে ৩১ হাজার ৭৮ জন শিক্ষার্থী।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৭১ হাজার ৮৯৫ এবং ছাত্রী রয়েছে ৬৩ হাজার ১৫১জন।
২১১ টি কেন্দ্রে খুলনা বিভাগের ১০ জেলার ৫৬১টি কলেজ থেকে এসব শিক্ষার্থীরা পরীক্ষা দেবে।
চলতি বছর যশোর বোর্ড থেকে বিজ্ঞানে ৪ হাজার ৭৪৬, মানবিকে ৩৩ হাজার ২৮৬ এবং বাণিজ্য বিভাগ থেকে ৯ হাজার ৬৪৬ জন অনিয়মিত হিসেবে পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র আরও জানান, ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
টিজেড/এমএসএম

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ