behind the news
 
Vision Led ad on bangla Tribune

বন্ধ রাখা হলো আশুগঞ্জ সার কারখানার উৎপাদন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি১২:১৭, এপ্রিল ০৩, ২০১৬

B.bariaগ্যাসের উপর চাপ কমাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  রবিবার (৩ এপ্রিল) সকাল থেকে সার উৎপাদন বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) মো. ওমর খৈয়াম।
তিনি জানান, দেশের চলমান গ্যাসের চাপ কমাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছরই গ্যাসচালিত সার কারখানাগুলো বন্ধ রাখা হয়। এরই ধারাবাহিকতায় আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে।
তিনি আরও জানান, প্রতি বছর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আশুগঞ্জ সার কারখানা প্রায় ছয় মাসের জন্য বন্ধ রাখা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ছয় মাসের জন্য কারখানাটি বন্ধ থাকবে।

তবে এতে কৃষক পর্যায়ে সার সরবরাহে ঘাটতি দেখা দিবে না বলে জানিয়ে তিনি বলেন, চাহিদা অনুযায়ী সারের যথেষ্ট মজুদ রয়েছে।

/এআর/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ