behind the news
Vision  ad on bangla Tribune

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেফতার ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি১৫:৩১, এপ্রিল ০৩, ২০১৬

গ্রেফতারের প্রতীকী ছবিলক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন আলাদাদপুর থেকে রবিবার সকালে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‌্যাব লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা। রবিবার দুপুরে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পে প্রেস বিফিং করে এ খবর জানায় র‌্যাব।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব আলাদাদপুর সাকিনের ডাক্তার বাড়িতে অস্ত্রধারী সন্ত্রাসী  অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রসহ অবস্থান করছে বলে জানতে পারে। এসময় সেখানে পৌঁছে  তারা চারজনকে অস্ত্রসহ আটক করে।
আটককৃতরা হলেন-  মো. মনির হোসেন (৩২),  সাইফুল ইসলাম (১৯),  ফাহাদ বিন আব্দুল আজিজ (২০), ও  জাহিদ হাসান জনি (১৯)।

আসামি মনিরের হেফাজতে থাকা তার দোচালা টিনের বসত ঘরের কাঠের চৌকির নিচ থেকে ৩টি দেশিয় এলজি, ৪ রাউন্ড  শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এআর/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ