behind the news
Rehab ad on bangla tribune
 
Vision Refrigerator ad on bangla Tribune

সিলেটে ৬ ডাকাত আটক

সিলেট প্রতিনিধি১৭:২৩, এপ্রিল ০৩, ২০১৬

আটকসিলেট নগরীতে হোটেলে বসে ডাকাতির প্রস্তুতিকালে শনিবার রাতে ৬ ডাকাতকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। রবিবার বিকাল ৩টায় তাদেরকে কোর্টে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।
আটককৃতরা হলেন-কুমিল্লার মুরাদনগর উপজেলার মো. জসিম (২৩), মো. সোহেল (২৩), মো. মিজান (২০) ও নাসিম মিয়া (২২), ব্রাক্ষ্মণবাড়িয়ার সোহেল (২৩) এবং চট্টগ্রামের মো. রুবেল (২২)।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, গত শুক্রবার এসব ডাকাত নগরীর বন্দরবাজারস্থ হোটেল মজলিসে তিনটি রুম ভাড়া নেয়। রুম তিনটি হচ্ছে-৪০৬, ২০১ ও ৩০৫। হোটেলে বসে তারা ডাকাতির পরিকল্পনা করছিল- এমন খবর পেয়ে কোতোয়ালী থানার একদল পুলিশ শনিবার রাত সাড়ে ১২টার দিকে ওই হোটেলে অভিযান চালায়। অভিযানকালে ৬ ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে স্ক্রু ড্রাইভার, কাটারসহ ডাকাতিতে ব্যবহৃত আরও কিছু  সামগ্রী উদ্ধার করা হয়।

/এআর/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ