Vision  ad on bangla Tribune

প্রশিক্ষণ নিতে ভারতে বিজিবি প্রতিনিধি দল

বেনাপোল প্রতিনিধি১৭:১০, এপ্রিল ০৩, ২০১৬

বিজিবির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এক মাসের সিগন্যাল ট্রেনিংয়ে অংশ নেওয়ার জন্য ভারতে গিয়েছেন। মেজর আহসানের নেতৃত্বে রবিবার দুপুরে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন।

বিজিবিএ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা বিজিবির প্রতিনিধিদলকে পেট্রাপোল চেকপোস্টে ফুলেল শুভেচ্ছা জানান।
আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল্লাহীল ওয়াফি জানান, যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিকায়নের পদ্ধতি শিখতে বিজিবি সদস্যরা ভারতে গিয়েছেন। বিএসএফের সঙ্গে ভারতের দিল্লিতে এক মাস যৌথ প্রশিক্ষণ নেবেন তারা।

/এমও/টিএন/

লাইভ

টপ