behind the news
Vision  ad on bangla Tribune

তনু হত্যা মামলায় সেনা কর্মকর্তার ছেলেকে জিজ্ঞাসাবাদ

কুমিল্লা প্রতিনিধি১৮:৩৬, এপ্রিল ০৩, ২০১৬

তনু হত্যাকাণ্ডতনু হত্যা মামলায় সিআইডির তদন্ত দল কুমিল্লা সেনানিবাসের এক সেনা কর্মকর্তার ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়ারকে জিজ্ঞাসাবাদ করেছে বলে সিআইডি সূত্রে জানা গেছে।
রবিবার সিআইডি ঢাকার সিনিয়র বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দের নেতৃত্বে সিআইডি’র ঢাকা ও কুমিল্লার দল কুমিল্লা সিআইডি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে দুপুর ২টার দিকে সিআইডির তদন্ত দল কুমিল্লা সেনানিবাসে যায়। সেখানে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে। সূত্রটি পিয়ার সম্পর্কে আর কোনও তথ্য জানায়নি।
সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল হক খান বলেন, মামলার তদন্তে পুনরায় সেনানিবাসের ঘটনাস্থলে এসেছি। পিয়ারকে জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।
/বিটি/ এপিএইচ

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ